দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ের সুযোগ দেখছেন মাহমুদউল্লাহ

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। টি-টোয়েন্টি সিরিজেও নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে জয়ের স্বপ্ন দেখছে লাল-সবুজ জার্সিধারীরা। দলের অন্যতম ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের মতে, ভুলগুলো শোধরাতে পারলেই ‘সুযোগ’ রয়েছে বাংলাদেশের।
শুক্রবার মাউন্ট মাউঙ্গানুইতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেবে কেন উইলিয়ামসনের দল। হারলে সিরিজ জয়ের সুযোগ থাকবে বাংলাদেশের।
দ্বিতীয় ম্যাচে জয় নিয়েই ভাবছেন রিয়াদ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা যদি পুরানো ম্যাচগুলোতে হওয়া ছোটোখাটো ভুলগুলো শোধরাতে পারি তাহলে এই ম্যাচে জয় পাওয়ার সুযোগ রয়েছে। আমি মনে করি আমরা দল হিসেবে প্রতিনিয়ত উন্নত করছি।’
গেল বছরে ঘরের মাঠে দারুণ সময় কাটিয়েছে বাংলাদেশ দল। কিন্তু বছরের শেষে বিদেশের মাটিতেই যেন খেই হারিয়ে ফেলেছে তারা। রিয়াদও মানছেন, বিদেশের মাটিতে খেলাটা বরাবরই তাদের জন্য চ্যালেঞ্জের।
বলেন, ‘ঘরের চেয়ে বিদেশের মাটিতে খেলা সবসময়ই কঠিন চ্যালেঞ্জ।’ দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ সময় সকাল আটটায় শুরু হবে।
সূত্র: ক্রিকইনফো
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন