দ্বিতীয় ডি ব্রুইন মেসির পর
২০১৫ সালে জার্মান ক্লাব ভলফসবুর্গ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন কেভিন ডি ব্রুইন। ইংলিশ লিগের ক্লাবটির ৪৮ ম্যাচে মাঠে নেমে ১৮ গোল করেছেন তিনি। এছাড়া সতীর্থদের ১৬টি গোলেও অবদান রাখেন বেলজিয়াম এ তারকা। তাই মৌসুমের শুরুতে দারুণ ফর্মে থাকা তরুণ এ স্ট্রাইকারকে প্রশংসায় ভাসালেন সিটিজেন কোচ পেপ গার্দিওলা।
শনিবার বোর্নমাউথের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ম্যানসিটি। ওই ম্যাচে দারুণ এক ফ্রি কিকে ম্যানসিটির হয়ে প্রথম গোলটি করেন ডি ব্রুইন। তাই ম্যাচ শেষে ২৫ বছর বয়সি এ তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন দলটির কোচ।
বার্সেলোনায় থাকাকালীন গার্দিওলার কৌশলে খেলে বহু শিরোপা জয়ে অবদান রেখেছিলেন মেসি। ডি ব্রুইনেইর মাঝেও আর্জেন্টাইন অধিনায়কের ছায়া দেখতে পাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা কোচ গার্দিওলা। বেলজিয়াম তারকাকে অনুপ্রেরণা দিতে গিয়ে, ডি ব্রুইন মেসির পরই অবস্থান করছেন বল জানান তিনি।
শনিবার ম্যাচ শেষে ইতিহাদ স্টেডিয়ামে গার্দিওলা সাংবাদিকদের জানান, ‘হয়তো মেসি টেবিলের এক প্রান্তে একা বসতে পারে।তবে টেবিলের অপর প্রান্তে কেভিন বসতে পারে। আমি মনে করি সে বিশেষ একজন খেলোয়াড়। কেভিন অসাধারণ। সে সব কিছুই করতে পারে। বল ছাড়াই সে প্রথম সারির একজন যোদ্ধা আর বল নিয়ে আরও পরিপক্ক। সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে সে কাজ করতে পারে। আর এজন্যই সে বিশেষ ধরনের একজন খেলোয়াড়।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন