দ্বিতীয় দিনটা রাঙাতে পারলো না বাংলাদেশ
শততম টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নেয়ার সবরকম উপলক্ষ্যই ছিল বাংলাদেশের সামনে। তবে টাইগাররা তা পারলো না। কলম্বোর পি সারা ওভালে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ২১৪ রান তুলে দিন শেষ করেছে তারা। অথচ ২ থেকে ৩ উইকেটেই তা হবার সম্ভাবনা ছিল!
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন টাইগার দু’ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। সমানতালে ব্যাট চালাতে থাকেন তারা। তাদের ব্যাট থেকে আসতে থাকে বাউন্ডারির পর বাউন্ডারি। তবে এ যাত্রায় বাধা হয়ে দাঁড়ান প্রতিপক্ষ বোলার রঙ্গনা হেরাথ। দলীয় ৯৫ রানে তার বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এর সঙ্গে মাত্র ১ রানের আক্ষেপ নিয়ে হাফসেঞ্চুরি বঞ্চিত হন তিনি।
সঙ্গী হারিয়ে বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে পারেননি সৌম্য সরকারও। দলীয় ১৩০ রানে সান্দাকানের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। এর আগে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি।
সৌম্যর বিদায়ের পর সাব্বির রহমানকে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন ইমরুল কায়েস। তাকেও যোগ্য সঙ্গ দেন বাংলাদেশের হার্ডহিটার ব্যাটসম্যান। তবে সেই দৌড়ে ব্যর্থ হন কায়েস। দলীয় ১৯২ রানে লক্ষণ সান্দাকানের বলে এলবিডব্লিউর শিকার হয়ে ব্যক্তিগত ৩৪ রান করে ফেরেন তিনি। পরে রিপ্লিতে দেখা যায়, বলটি মিডল স্টাম্পের বাইরে চলে যাচ্ছিল। কিন্তু রিভিউ না নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান কায়েস।
এরপর যেনো পথ হারিয়ে বসে বাংলাদেশ। দলীয় এ রানেই সেই সান্দাকানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরে যান ‘নাইটওয়াচ ম্যান’ হিসেবে নামা তাইজুল ইসলাম। তিনি কোনো রানের খাতা খুলতে পারেননি। এরই সঙ্গে খাদে পড়ে টাইগাররা। সেই খাদে ফেলেই অযাচিত শট খেলতে গিয়ে সুরঙ্গা লাকমলের বলে ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাব্বির রহমান। তিনি করেন ৪২ রান। শেষ পর্যন্ত ৫ উইকেটে ২১৪ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। এখনো ১২৪ রানে পিছিয়ে মুশফিকবাহিনী।
সাকিব আল হাসান ১৮ ও মুশফিকুর রহিম ২ রান করে অপরাজিত আছেন। তারা শুরু করবেন তৃতীয় দিনের খেলা।
শ্রীলঙ্কার হয়ে ৬৫ রানে ৩ উইকেট নিয়েছেন সান্দাকান। ১টি করে উইকেট গেছে সুরঙ্গা লাকমল ও রঙ্গনা হেরাথের দখলে।
বাংলাদেশের ঐতিহাসিক টেস্টের প্রথম দিনে ছিল টাইগারদের আধিপত্য। দিনেশ চান্দিমাল ছাড়া লঙ্কানদের আর কোনো ব্যাটসম্যানকে বেশিক্ষণ থিতু হতে দেননি বোলাররা। ৭ উইকেটে ২৩৮ রান তুলে প্রথম দিন শেষ করে শ্রীলঙ্কা। এ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে ৩০ ওভারে ১শ’ রান যোগ করে অলআউট হয় লঙ্কানরা। দলীয় ২৫০ রানে রঙ্গনা হেরাথ ২৫ করে সাকিবের শিকার হলেও নবম উইকেটে টাইগার বোলারদের হতাশ করেন দিনেশ চান্দিমাল ও সুরঙ্গা লাকমল। তারা যোগ করেন ৫৫ রান। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে ১৩৮ করে আউট হন চান্দিমাল। দশম উইকেটে মারমুখী ভঙ্গিতে ৩৩ রান তোলেন লাকমল ও সান্দাকান। ৩৫ করে লাকমল সাজঘরে ফিরলে ৩৩৮ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।
বাংলাদেশের হয়ে মিরাজ ৩টি এবং ২টি করে উইকেট নেন সাকিব, মুস্তাফিজ ও শুভাশিস।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কার ১ম ইনিংস: ১১৩.৩ ওভারে ৩৩৮ (চান্দিমাল ১৩৮, লাকমল ৩৫, ডিকভেলা ৩৪, ধনঞ্জয়া ৩৪, হেরাথ ২৫; মিরাজ ৩/৯০, মুস্তাফিজ ২/৫০, শুভাশিস ২/৫৩, সাকিব ২/৮০, তাইজুল ১/৪০)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৬০ ওভারে ২১৪/৫ (সৌম্য ৬১, তামিম ৪৯, সাব্বির ৪২, ইমরুল ৩৪, সাকিব ১৮*, মুশফিক ২*; সান্দাকান ৩/৬৫, লাকমল ১/৩২, হেরাথ ১/৩৪)।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন