রবিবার, জুলাই ৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দ্বিতীয় দিন শেষে তাসকিন বললেন, ‘বেশি খুশি হওয়ার কিছু নেই’

দ্বিতীয় দিন শেষ বোলারদের বোলিং তাণ্ডবে প্রায় বিধ্বংস্ত নিউজিল্যান্ড শিবির। কিন্তু তারপরও দিন শেষে সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ জানালেন, ‘এখনও খেলার তিন দিন বাকি। এই তিন দিনে অনেক কিছুই ঘটতে পারে। তাই বেশি খুশি হওয়ার কিছুই নেই।’

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলের সাকিবের ঘূর্ণিতে সব হিসেব পাল্টে যায় কিউদের। জাদুটা। এটা কি ম্যাচটাকে বাংলাদেশের বাগে নিয়ে এসেছে? শনিবার দিন শেষে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশের পেসার তাসকিন আহমদেকে শুনতে হলো এ ধরনের প্রত্যাশিত প্রশ্ন। প্রশ্নটা অনুমিত হলেও তাসকিন কোনও ধরনের কূটনৈতিক কথাবার্তায় যাননি, তার মতে এই অবস্থা থেকে বাংলাদেশের জয় সম্ভব, ‘রবিবার খুব তাড়াতাড়ি কিউইদের বাকি তিনটি উইকেট নিয়ে নিতে হবে আমাদের। এরপর বাকি কাজটা করতে হবে ব্যাটসম্যানদের। দলের ব্যাটসম্যানরা যদি দ্বিতীয় ইনিংসে বড় রান সংগ্রহ করতে পারেন তাহলে আমাদের পক্ষে জয় সম্ভব।’ আর সেটা হলে বাংলাদেশের জন্য বড় একটা অর্জন হবে মনে করেন তাসকিন। খেলার তিনদিন বাকি আছে বলেই তার মনে সম্ভাবনা জাগাচ্ছে জয়, ‘এখনও খেলার তিন দিন বাকি। এই তিন দিনে অনেক কিছুই ঘটতে পারে।’

বাংলাদেশ এখনও প্রথম ইনিংসে এগিয়ে। দ্বিতীয় দিন শেষে এমন অবস্থানে তাসকিনের মনে স্বস্তির ‍অনুভূতি, ‘আমরা অবশ্যই এখন ভালো একটি অবস্থানে এসে দাঁড়িয়ে। কারণ ২৬০ রানে প্রতিপক্ষের ৭ উইকেট চলে গেছে। তবে এখনই বেশি খুশি হওয়ার কিছু নেই। কারণ খেলাটা এখনও তিন দিন বাকি আছে।’ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে থাকা বাংলাদেশের এই তরুণ সিমার আরও বলেন, ‘কাল সকালে এসে আমরা কিউইদের যত কম রানে সম্ভব অল আউট করতে চেষ্টা করব। এরপর ব্যাটসম্যানদের মাধ্যমে তাদেরকে ভালো একটি টার্গেট দিতে চাই।’

কোন বিষয়টিকে ভালো বলবেন এই মুহূর্তে? সাকিব শেষ বিকেলে এসে দ্রুত তিনটি উইকেট পেয়েছেন। আপনি উইকেট পেয়েছেন। ভালো বল করে বেশ কিছু সুযোগ সৃষ্টি করেছিলেন। ক্যাচ মিস হওয়াতে উইকেটগুলো পাননি। রাব্বি-রুবেলও ভালো বল করেছেন। একসঙ্গে অনেকগুলো প্রশ্ন। তাসকিনের জবাব, ‘আমরা বোলাররা সবাই আজ ভালো বল করেছি। একেকজন আলাদা আলাদাভাবে ভালো করেছেন। কেউ হয়তো উইকেট পেয়েছেন। কেউ করেছেন ভালো স্পেল। রান থামিয়ে রেখেছেন। আমার আরও সুযোগ এসেছিল। সুযোগগুলো কাজে লাগেনি। এটি নিয়ে আমি মনে কিছু করি না। কারণ এটি ক্রিকেটেরই অংশ। আজ ক্যাচ মিস হয়েছে।’ ভবিষ্যতে নিজের পারফরম্যান্স নিয়ে আরও আশাবাদী তাসকিন, ‘উইকেট হয়তো একটা পেয়েছি আজ। কিন্তু দিন যেদিন আসবে, হয়তো ছয়-সাত-আটটা উইকেট পেয়ে যাব। আসল বিষয় হলো ভালো জায়গায় বল করা।’

বাংলাদেশ কী এখন চালকের আসনে বলতে পারছেন না তাসকিন। তবে সাকিবের শেষদিকের স্পেল বাংলাদেশের জন্য মোড় ঘুরিয়ে দিয়েছে মনে করেন তিনি, ‘এটা আমাদের মানসিকতা বদলে দিতে সাহায্য করেছে। আমরা এখন বেশ খুশি। কিন্তু খেলা এখনও বাকি।’ এক কিউই সাংবাদিক তাসকিনকে জিজ্ঞেস করেন এ টেস্ট জিতলে বাংলাদেশের জন্যে তা কী বড় একটি অর্জন হবে? তাসকিনের ঝটপট জবাব, ‘অবশ্যই। সর্বশেষ টেস্টে আমরা দেশের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েছি। এখানকার পরিবেশ ভিন্ন। কিউই দলের তুলনায় আমাদের অভিজ্ঞতার ঘাটতি আছে। এরপরও আমাদের সেরা খেলাটা দিয়ে এই টেস্ট আমরা জিততে পারি। জয়ের মতো দক্ষতা-সামর্থ্য আমাদের আছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!