দ্বিতীয় বিয়ের আসর থেকে বাবা-ছেলের স্থান হল শ্রীঘরে
বিয়ের আসর থেকে পিতা পুত্র কে আটক করে জেল হাজতে প্রেরন করল বেরসিক পুলিশ। প্রথম স্ত্রীর কুলে ১০ দিনের কন্যা সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করতে গেলে পুলিশ যৌতুক লোভী এক স্বামী ও শ্বশুর কে আটক করে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের অধির সুত্রধরের মেয়ে সুমা রানি সুত্রধর কে প্রায় ১৮ মাস পূর্বে হিন্দু রিতিনীতি অনুযায়ী বিয়ে দেওয়া হয় লাখাই উপজেলার বামৈ গ্রামের হরি মোহন সুত্রধরের ছেলে রিপন সুত্রধরের সঙ্গে।
বিয়ের পর স্বামী রিপন স্ত্রী সুমাকে ভালবাসার কমতি দেয়নি। আস্তে আস্তে বদলে যেতে থাকে রিপন। এক সময় বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য সুমার প্রতি শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে।এরই মধ্যে তাদের সংসার জুড়ে এক কন্যা সন্তানের জন্ম হয়। সুমা মুখ বুজে সব অত্যাচার সহ্য করছিল। এদিকে দিন দিন রিপন সুমার প্রতি ক্ষিপ্ত হতে থাকে।
গত কয়েকমাস আগে রিপন সুমাকে তার বাবার বাড়ি মাধবপুরের দূর্গাপুর গ্রামে পাঠিয়ে দেয়। এই সুযোগে রিপন ও তার পরিবারের লোকজন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাওয়া গ্রামে দ্বিতীয় বিয়ে ঠিক করে। এই খবর পেয়ে সুমা গত ১৭ ফেব্রুয়ারী মাধবপুর থানায় স্বামী রিপন , শ্বশুর হরিপদ ও ভাসুর সুমন সুত্রধর কে আসামী করে একটি মামলা দায়ের করেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় রিপন ছাতকের জাওয়া গ্রামে দ্বিতীয় বিয়ে করতে গেলে মাধবপুর থানার উপ- পরিদর্শক(এসআই) আশিষ কুমার মৈত্র জাওয়া গ্রামে অভিযান চালিয়ে রিপন সুত্রধর ও তার পিতা হরি মোহন সুত্রধর কে গ্রেফতার করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন