দ্বিতীয় ম্যাচেই সাকিবদের সঙ্গে থাকছেন নারাইন
বুধবার ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আর এই ম্যাচে কলকাতার আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়িয়ে দিবে তারকা স্পিনার সুনীল নারাইনের উপস্থিতি। বাবার মৃত্যশোক কাটিয়ে এই ম্যাচেই মাঠে নামতে চলেছেন এই ক্যারিবিয়ান।
প্রথম ম্যাচে উভয় দলই মিশ্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। প্রতিপক্ষ দিল্লী ডেয়ারডেভিলসকে ১০০ রানের মধ্যে বেঁধে দিয়ে কলকাতা যেখানে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে সেখানে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই এবারের আসরে নতুন খেলতে আসা রাইজিং পুনে সুপারজায়ান্টসদের কাছে ৯ উইকেটে বিধ্বস্ত হয়েছে।
এর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) সবুজ সঙ্কেত পাওয়া নারাইন বাবার মৃত্যুর কারনে কলকাতা ছেড়ে যাওয়ায় প্রথম ম্যাচে খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে অবশ্য ৪৫ বছর বয়সী চায়নাম্যান ব্র্যাড হগ নিজের দায়িত্বটা বেশ ভালই পালন করেছেন। ২০১২ ও ২০১৪ সালে শিরোপা লাভকারী বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা এবারও গৌতম গাম্ভীরের নেতৃত্বে শক্তিশালী দল গঠন করেছে।
চার মৌসুমে ৭৪ উইকেট দখল করা নারাইনকে নিয়ে এবারও কেকেআর আশাবাদী। ভ্রমন ক্লান্তি কাটিয়ে নারাইন যদি দলে সুযোগ পান তবে গাম্ভীরের জন্য অভিজ্ঞ হগকে নিয়ে সমস্যায় পড়তে হবে। কারণ, ডেয়ারডেভিলসের বিপক্ষে মাত্র ১৯ রানে ৩ উইকেট দখল করেছিলেন হগ। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন জন হ্যাস্টিংস। অস্ট্রেলিয়ার ভারতের বিপক্ষে সাম্প্রতীক সিরিজ অনুযায়ী হ্যাস্টিংসের বিপক্ষে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা বেশ স্বাচ্ছন্দ্যেই খেলেছেন। আরেকটি উপায় হতে পারে, একজন ব্যাটসম্যান কমিয়ে নারাইন দলে ঢুকতে পারেন। সেক্ষেত্রে কলিন মুনরোকে জায়গা ছেড়ে দিতে হতে পারে।
এছাড়া কেকেআর যদি উইনিং কম্বিনেশন ধরে রাখতে চায় তবে আবারো প্রথম ম্যাচের মতই বাদ পড়তে পারেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপে সাত ম্যাচে ১০ উইকেট নিয়ে দূর্দান্ত পারফরম্যান্স সত্বেও তার বাদ পড়াটা অনেককেই বিস্মিত করেছে।
এদিকে এই ভেন্যুতেই ২০১৩ ও ২০১৫ সালে দুটি শিরোপা জয় করা মুম্বাই ইন্ডিয়ানস প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে ঘুড়ে দাঁড়াতে চায়। পুনের বিপক্ষে পারফরম্যান্সের বিচারে মুম্বাইয়ের পক্ষে এবার শিরোপা ধরে রাখা কঠিনই মনে হচ্ছে। যদিও এখনো দীর্ঘ পথ বাকি। তবে যত দ্রুত সম্ভব তারা ছন্দে ফিরতে চায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন