দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশকে চাপে রাখতে চায় কিউই বোলাররা

প্রথম ওয়ানডেতে ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিরুদ্ধে ৭৭ রানের জয় পেয়েছে স্বাগতিক নিউ জিল্যান্ড। প্রথম ম্যাচে জয় পেয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন ব্ল্যাক ক্যাপসরা। নেলসনে গিয়ে তাহুনানুই সমুদ্র সৈকতে দারুণ সময় কাটিয়েছেন কলিন মুনরো ও ম্যাট হেনরি। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান দ্বিতীয় ম্যাচে কিউই বোলাররা বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করবে।
সিরিজের শুরুটা দারুণ হয়েছে বলে মনে করেন ফাস্ট বোলার ম্যাট হেনরি। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টাইগারদেরকে চাপে রাখতে পারবেন বলে আশা তার।
নিউ জিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফকে বলেন, “আমাদের শুরুটা দারুণ ছিল। আমি মনে করি টম লাথাম এবং প্রত্যেকে যেভাবে খেলেছে সেটা চমৎকার ছিল।
বৃহষ্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নেলসনে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। টাইগারদের জন্য এ ম্যাচ সমতায় ফেরার লড়াই। বাংলাদেশ সময় সকাল আটটায় শুরু হবে ম্যাচটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন