দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশকে চাপে রাখতে চায় কিউই বোলাররা
প্রথম ওয়ানডেতে ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিরুদ্ধে ৭৭ রানের জয় পেয়েছে স্বাগতিক নিউ জিল্যান্ড। প্রথম ম্যাচে জয় পেয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন ব্ল্যাক ক্যাপসরা। নেলসনে গিয়ে তাহুনানুই সমুদ্র সৈকতে দারুণ সময় কাটিয়েছেন কলিন মুনরো ও ম্যাট হেনরি। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান দ্বিতীয় ম্যাচে কিউই বোলাররা বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করবে।
সিরিজের শুরুটা দারুণ হয়েছে বলে মনে করেন ফাস্ট বোলার ম্যাট হেনরি। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টাইগারদেরকে চাপে রাখতে পারবেন বলে আশা তার।
নিউ জিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফকে বলেন, “আমাদের শুরুটা দারুণ ছিল। আমি মনে করি টম লাথাম এবং প্রত্যেকে যেভাবে খেলেছে সেটা চমৎকার ছিল।
বৃহষ্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নেলসনে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। টাইগারদের জন্য এ ম্যাচ সমতায় ফেরার লড়াই। বাংলাদেশ সময় সকাল আটটায় শুরু হবে ম্যাচটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন