দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের হার
দক্ষিণ আফ্রিকার নারী দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও হেরে গেছে বাংলাদেশের নারীরা। ২২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২০৬ রান করে বাংলাদেশ।
শনিবার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকার নারীরা।
৪৯ ওভারে ২২৩ রানে অলআউট হয় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন লিজলে লি। এছাড়া আন্ড্রে স্টেইন ৬৬ এবং ভেন নেইকার্ক ২৭ রান করেন।
বাংলাদেশের হয়ে খাদিজাতুল কুবরা ৪টি এবং পান্না ঘোষ, জাহানারা আলম, নাহিদা আখতার ও লতা মণ্ডল প্রত্যেকেই ১টি করে উইকেট লাভ করেন।
ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে রুমানা আহমেদ এবং শারমিন আখতার ১২৭ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখান।
৪৬ বলে ৫৪ রান প্রয়োজন। তখনও হাতে ছিল ৭ উইকেট। কিন্তু রুমানা ৬৮ এবং শারমিন ৭৪ রানে আউট হলে জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৬ রান করে বাংলাদেশের মেয়েরা।
৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০তে এগিয়ে গেল প্রোটিয়া নারী ক্রিকেট দল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন