রবিবার, এপ্রিল ৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দ্বিতীয় ম্যাচের আগে অন্তহীন চিন্তা

নিউজিল্যান্ড সফর প্রায় শেষের পথে। কিন্তু তার আগে বাংলাদেশ দল শেষ ম্যাচ নিয়ে পড়েছে অথৈ সাগরে। ইনজুরি যেন পুরো দলকে গ্রাস করেছে। নিয়মিত হারতে থাকা একটা দল এভাবে ইনজুরির চোরাবালিতে ডুবে গেলে সম্বল বলে আর কিছু থাকে না। বাংলাদেশের হয়েছে ঠিক সেটাই।

মাথায় আঘাতের জন্য বিশ্রামে দলের নেতা। আঙুলে আবার তার চিড়ও ধরেছে। নেই নিয়মিত ওপেনার ইমরুল কায়েস। মুমিনুল হকের পুরনো বুকের ব্যথাটা মাথাচাড়া দিয়ে উঠেছে। শুধু তাই নয়। অনুশীলনের সময় আজ আঙুলে ব্যথাও পেয়েছেন। ইমরুল মুশফিকের মতো তাকেও হাসপাতাল দেখতে হয়। তারপর ডাক্তার জানিয়ে দেন, দ্বিতীয় ম্যাচে খেলা হচ্ছে না।

বিসিবি সূত্রে জানা গেছে, মুমিনুলের পরিবর্তে তরুণ নাজমুল হোসেন শান্তর অভিষেক হতে পারে। অন্যদিকে তামিম ইকবালও খেলবেন ওই ব্যথা নিয়ে। মুস্তাফিজের কোমরে ব্যথা কমেনি। এই যখন সর্বশেষ অবস্থা, তখন মঞ্চে উঠবেন কে?

মুশফিক নাকি তবু খেলতে চাইছেন। আঘাত নিয়ে খেলে আরও বড় আঘাত পেলে তাকে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার এই বছরে চোটের ওপর চোট পাওয়ার ঝুঁকিটা না নেওয়াই ভালো। ফিজিও ডিন কনওয়েরও একই মত। তার আপত্তির কারণেই খেলা হচ্ছে না অধিনায়কের।

পেসারদের অবস্থা তো যাচ্ছেতাই। অনভিজ্ঞ পেস বহর নিয়ে প্রথম টেস্টে ভুগতে হয়েছে। দলের এক কর্মকর্তা জানালেন রুবেলকে নেয়ার আলোচনা হচ্ছে। দ্বিতীয় টেস্টের একাদশে ডাক পেতে পারেন। ওদিকে ইমরুলের পরিবর্তে তামিমের সঙ্গে উদ্বোধনীতে দেখা যাবে সৌম্য সরকারকে।

প্রথম ম্যাচের পর খবর ছিল স্পিনার মিরাজ পেস কন্ডিশনে ঠাঁই নাও পেতে পারেন। কিন্তু আজ অনুশীলন শেষের নতুন খবর, মিরাজ থাকছেন। শুভাশিসের বদলে আসছেন ‘অভিজ্ঞ’ রুবেল।

রুবেল দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেন ২০১৫ সালের ২৮ মে। খুলনায় পাকিস্তানের বিপক্ষে। নিউজিল্যান্ড সফরের দলে প্রথম দিকে না থাকলেও আরেক পেসার শহীদ ইনজুরিতে পড়ায় কপাল খুলে যায় তার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বেশ ভালো করেন। সর্বাধিক উইকেট শিকারি হিসাবে সিরিজটি শেষ করেন।

বাংলাদেশে এখন যে পেসাররা আছেন, তাদের মধ্যে রুবেলই তুলনামূলক বেশি অভিজ্ঞ। ২৩ টেস্টে মাঠে নামার অভিজ্ঞতা বাগেরহাট থেকে উঠে আসা এই পেসারের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক) সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির