দ্বিতীয় ম্যাচে অভিষেক হতে যাচ্ছে তিন ক্রিকেটারের
প্রথম ওয়ানডেতে নিউ জিল্যান্ডের বিপক্ষে তেমন কোনো প্রতিদ্বন্দীতা গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। টাইগারদের জন্য দ্বিতীয় ওয়ানডেটা সিরিজ সমতা আনার। তবে নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে চোট সমস্যায় জর্জরিত বাংলাদেশ।
প্রথম ওয়ানডেতে হতাশাজনক পারফরম্যান্স করেছে টপ অর্ডার। ব্যাট হাতে বড় স্কোর গড়তে পারেননি ইমরুল কায়েস, সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ। বোলিংয়ে মোটেও সুবিধা করতে পারেননি পেসার তাসকিন আহমেদ। চার জন বোলার নিয়ে মাঠে নেমেছিলো বাংলাদেশ। সাবলীল ব্যাটিং করে কিউইরা দাঁড় করিয়েছিলো ৩৪১ রানের পাহাড়। ফিল্ডিংও ছিল ছন্দহীন। প্রাপ্তি বলতে সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেনের পারফরম্যান্স।
সিরিজে ফেরার জন্য দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। তবে বাংলাদেশের জন্য রয়েছে বেশ কিছু দুঃসংবাদ। নিয়মিত উইকেট রক্ষক মুশফিকুর রহিম প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোট পান। এ কারণে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে মুশফিককে পাবে না বাংলাদেশ। তাই উইকেট রক্ষক নুরুল হাসান সোহানের অভিষেক হওয়া এখন সময়ের ব্যাপার।
দীর্ঘদিন ইনজুরি কাটিয়ে ফিরেছেন বাঁহাতি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। প্রথম ওয়ানডেতে বোলিংও করেছেন দশ ওভার। তবে তাকে নিয়ে মোটেও ঝুঁকি নিতে চাইবে না বাংলাদেশ। তাই দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হতে পারে মুস্তাফিজুরকে। মুস্তাফিজুর না খেললে অভিষেক হতে পারে নবাগত শুভাশিষের।
ব্যাট হাতে রান খরায় ভুগছেন সৌম্য সরকার। আউট হওয়ার ধরণও দৃষ্টিকটু। তার পরিবর্তে দলে দেখা যেতে পারে তানভীর হায়দার বা মেহেদি হাসান মিরাজকে।
অন্যদিকে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে নিউ জিল্যান্ড। বৃহষ্পতিবার জিতলেই সিরিজ নিশ্চিত করে ফেলবে তারা। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টাইগারদের চাপে রাখতে চায় উইলিয়ামসনরা।
প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের হয়ে দারুণ ব্যাট করেছেন টম লাথাম ও কলিন মুনরো। বোলিংয়ে তাদের বাউন্সার ও লাফিয়ে উঠা ডেলিভারি খেলতে বেশ অসুবিধায় পড়তে হয়েছে বাংলাদেশের বোলারদের। হোম কন্ডিশনকে কাজে লাগিয়ে দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিতে চায় তারা।
উইনিং কম্বিনেশন ঠিক রেখে মাঠে নামার সম্ভাবনা বেশি স্বাগতিকদের। তাই ধারণা করা হচ্ছে আগামীকাল নিউ জিল্যান্ডকে দেখা যাবে অপরিবর্তিত একাদশে।
সম্ভাব্য একাদশঃ
নিউ জিল্যান্ডঃ মার্টিন গাপটিল, টম লাথাম, কেন উইলিয়ামসন- অধিনায়ক, নেইল ব্রুম, জেমস নিশাম, কলিন মুনরো, লুক রঞ্চি, মিশেল সান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
বাংলাদেশঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তাজা-অধিনায়ক, তানভীর হায়দার/মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন