দ্বিতীয় ম্যাচে ‘আরো ভালো’র প্রতিজ্ঞা মুশফিকের
দশ মাস পর মাঠে নেমে ঘাম ঝরিয়ে আফগানদের হারাতে হয়েছে। দীর্ঘদিন খেলার বাইরে থাকায় টাইগারদের শরীরী ভাষায় কিছুটা আড়ষ্টতা ছিল। এই অবস্থা থেকে বের হয়ে দ্বিতীয় ম্যাচে আরো ভালো কিছু দেয়ার কথা দিয়েছেন মুশফিকুর রহিম।
শেষ ৩ ওভারে প্রথম ম্যাচে জয়ের জন্য আফগানদের প্রয়োজন ছিল ২৭ রান। এর দুই ওভারে মাত্র ১০ রান দিয়ে তাসকিন ৪ উইকেট নিলে ম্যাচ চলে যায় বাংলাদেশের হাতে। শেষ পর্যন্ত ৭ রানের স্বস্তির জয় পায় টাইগাররা।
সিরিজের আগে নিজেরা দুই দলে ভাগ হয়ে খেলা প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে বেশ ভালো করেছিলেন মুশফিক। ৯০ রানে অপরাজিত ছিলেন। কিন্তু চূড়ান্ত লড়াইয়ের প্রথম ওয়ানডেতে রশিদ খানের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে দ্রুত সাজঘরে ফিরে আসেন। ৭ বল খেলে করতে পারেন ৬ রান।
মঙ্গলবার সকালে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে অনুশীলনের একটি ছবি পোস্ট করে টেস্ট অধিনায়ক জানিয়েছেন, দ্বিতীয় ম্যাচে ভালো করতে কঠোর পরিশ্রম করছেন তারা। সেই সঙ্গে লিখেছেন, ‘ইনশাল্লাহ…পরের ম্যাচে আরো ভালো ফল আসবে।’
২৮ সেপ্টেম্বর মিরপুরে সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে বাংলাদেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন