রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি মাশরাফি

ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হলো বৃহস্পতিবার। সুপার সিক্সের সূচি এখনও প্রকাশ না হলেও জানা গেছে ২-৩ দিনের মধ্যেই সুপার সিক্স শুরু হবে। প্রথম পর্ব শেষে ব্যাটসম্যানদের দাপট অপেক্ষাকৃত বেশি থাকলেও বোলাররাও নিজেদের সামর্থ্য প্রমাণ করেছেন।

উইকেটের বোলারদের জন্য তেমন সাহায্য না থাকলেও অভিজ্ঞ বোলাররা চলতি আসরে সফল হয়েছেন বলা চলে। শীর্ষ উইকেট সংগ্রাহকের তালিকায় এগিয়ে রয়েছেন স্পিনারাই। এখন পর্যন্ত সেরা পাঁচ বোলারের মাঝে তিনজনই স্পিনার আর দুইজন পেসার। সেরা পাঁচ বোলারদের তালিকায় আছেন শ্রীলঙ্কার চতুরঙ্গা ডি সিলভা, মাশরাফি বিন মুর্তজা, কামরুল ইসলাম রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাঈম ইসলাম।
মাশরাফি

পাঁচ শীর্ষ উইকেট সংগ্রাহক :-

চতুরঙ্গা ডি সিলভা : বিদেশি খেলোয়াড় হিসাবে শীলঙ্কান এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়ে সাফল্যের মুখ দেখেছে ভিক্টোরিরা স্পোর্টিং ক্লাব। শ্রীলঙ্কান এই স্পিন অলরাউন্ডারের সংগ্রহ ২৩ উইকেট। ১১ ম্যাচে খেলে ১৯.৯৫ গড়ে ২৩ উইকেট শিকার করে তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি। আবাহনীর বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট তার সেরা সাফল্য।

মাশরাফি বিন মুর্তজা : সাদামাটা একটি দলকে নিয়ে সুপার সিক্সে ওঠার লড়াই নেমেছিলেন মাশরাফি। অবশ্য শেষ পর্যন্ত ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নেটরান রেটে পিছিয়ে সুপার সিক্সে যেতে পারেনে মাশরাফি ও তার দল কলাবাগান ক্রীড়া চক্র। যদিও লিগের ২২ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ শিকারি তিনি। ১১ ম্যাচে ২০.২২ গড়ে ২২ উইকেট নিয়েছেন নড়াইল এক্সপ্রেস। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৪২ রানে ছয় উইকেট শিকার চলতি মৌসুমে তার সেরা সাফল্য।

কামরুল ইসলাম রাব্বি : ভিক্টোরিরা স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা ২৪ বছর বয়সী এই পেসার ১১ ম্যাচে ২২.৮১ গড়ে নিয়েছেন মাশরাফির সমান ২২ উইকেট নিয়েছেন। শেখ জামালের বিপক্ষে ৩৮ রানে ৪ উইকেট তার সেরা সাফল্য। তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছেন ডানহাতি এই পেসার।

মাহমুদউল্লাহ রিয়াদ : জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ব্যাটসম্যানদের তালিকায় পঞ্চম স্থানে থাকা রিয়াদ বোলারদের তালিকাতে আছেন চতুর্থ স্থানে। ১১ ম্যাচে ১৯.০৪ গড়ে ২১টি উইকেট নিয়ে তালিকার চতুর্থ বোলার তিনি। চলতি লিগে রিয়াদের সেরা সাফল্য প্রাইম ব্যাংকের বিপক্ষে। ওই ম্যাচে ৬৬ রান খরচ করে তিনি নিয়েছিলেন ৬ উইকেট।

নাঈম ইসলাম জুনিয়র : প্রিমিয়ায় লিগের শুরু থেকেই চমক দেখিয়েছেন মোহামেডানের হয়ে খেলা নাঈম ইসলাম জুনিয়র। ১১ ম্যাচে ২২.১৫ গড়ে ২০ উইকেট তুলে নিয়ে পঞ্চম স্থানে নিজের জায়গা করে নিয়েছেন বাঁ-হাতি এই স্পিনার। চলতি আসরে প্রাইম ব্যাংকের বিপক্ষে ২১ রান দিয়ে ৪ উইকেট-সেরা সাফল্য নাঈম ইসলামের।

এছাড়া কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলা আব্দুর রাজ্জাক ১১ ম্যাচে ১৮ উইকেট নিয়ে ৬ষ্ঠ, একই দলের দেওয়ান সাব্বির এক ম্যাচ কম খেলে ১৭ উইকেট নিয়ে সপ্তম, আবাহনীর হয়ে তাসকিন আহমেদ ১০ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়ে অষ্টম, গাজী গ্রুপ ক্রিকেটার্সের অলক কাপালি ১১ ম্যাচ ১৬ উইকেট নিয়ে নবম এবং প্রাইম দোলেশ্বরের আল আমিন হোসেন ১১ ম্যাচে ১৬ উইকেট নিয়ে বোলারদের তালিকায় দশম স্থানে অবস্থান করছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি