দ্বিতীয় সেশনে ১২১ রান, নেই দুই উইকেট
শনিবার দিনের দুইটি সেশন শেষ। এদিন প্রথম সেশনে ৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। হারায় তিন উইকেট। আর দ্বিতীয় সেশনে টাইগার ব্যাটসম্যানরা সংগ্রহ করে ১২১ রান। হারায় দুই উইকেট। গতকাল এক উইকেট হারিয়ে ৪১ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছিলো বাংলাদেশ।
ফলে, আজ দুপুরে চা বিরতিতে আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছয় উইকেট হারিয়ে ২৪৬ রান। ৪৭ রান করে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। ৯ রান করে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ।
আজ দিনের শুরুতেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। আজ মাত্র এক রান করেন তিনি। দিনের তৃতীয় ওভারেই এ ঘটনাটি ঘটে। বল করছিলেন ভুবনেশ্বর কুমার। ব্যাটসম্যান ছিলেন মুমিনুল হক।
ওভারের চতুর্থ বলে ডিপ স্কোয়ার লেগে বল পাঠিয়ে দেন মুমিনুল। স্বাচ্ছন্দ্ব্যে একবার জায়গা পরিবর্তন করেন দুই ব্যাটসম্যান। কিন্তু দ্বিতীয় রান নিতে গিয়েই ঘটে বিপত্তি। নন স্ট্রাইক প্রান্তে তামিম পৌঁছানোর আগেই বেল ফেলে দেন ভুবনেশ্বর কুমার।
এরপর দলীয় ৬৪ রানে উমেশ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন মুমিনুল হক। তিনি করেন ১২ রান। দলীয় ১০৯ রানে ইশান্ত শর্মার বলে এলবিডব্লিউ হন মাহমুদউল্লাহ রিয়াদ। দলীয় ২১৬ রানে রবীচন্দ্রন অশ্বিনের বলে উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব আল হাসান। তিনি করেন ৮২ রান। দলীয় ২৩৫ রানে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন সাব্বির রহমান। তিনি করেন ১৬ রান। গতকাল ব্যক্তিগত ১৫ রান করে আউট হয়েছিলেন সৌম্য সরকার।
গত বৃহস্পতিবার ম্যাচের প্রথমদিন টস জিতে ব্যাট করতে নামে ভারত। প্রথম ইনিংসে ছয় উইকেট হারিয়ে ৬৮৭ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার করে স্বাগতিকরা। দলের পক্ষে বিরাট কোহলি ২০৪, মুরালি বিজয় ১০৮ ও ঋদ্ধিমান সাহা ১০৬ রান করেন। এছাড়া চেতেশ্বর পূজারা ৮৩, অজিঙ্কা রাহানে ৮২ ও রবীন্দ্র জাদেজা ৬০ রান করেন। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৩টি, মেহেদী হাসান মিরাজ ২টি ও তাসকিন আহমেদ ১টি করে উইকেট নেন।
এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফর করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজে মাত্র একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারত থেকে ফিরে আগামী মাসে শ্রীলঙ্কা সফর করবে মাশরাফি-মুশফিকরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন