মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দ্রুত তদন্ত শেষ করতে চিঠি দেবে মানবাধিকার কমিশন

তনু হত্যার তদন্ত দ্রুত শেষ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেবে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক মঙ্গলবার রাতে একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন।

রিয়াজুল হক বলেন, তনু হত্যার তদন্ত দ্রুত শেষ করতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে শক্ত তাগাদা দেবো, যাতে দ্রুত গতিতে তদন্ত কাজ শেষ হয়। আর যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের চিঠি পেয়ে ত্বরিত পদক্ষেপ না নেয়, তাহলে বিষয়টি রাষ্ট্রপতিকে জানানো হবে বলে জানান তিনি।

তবে চিঠিতে কাজ হবে না বলে মনে করেন কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। তিনি বলেন, অনেক হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে তার নেতৃত্বাধীন মানবাধিকার কমিশন। সেই চিঠির কোনো উত্তর তারা পায়নি। দুই থেকে পাঁচ বছর পেরিয়ে গেলেও কোন চিঠির উত্তর আসেনি বলে ক্ষোভ প্রকাশ করেন ড. মিজানুর রহমান। তিনি বলেন, তনু হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে কমিশন সেটা কতটুকু ফলপ্রসু হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যারহস্য এখনো উন্মোচিত হয়নি। কারা, কেন, কী কারণে তাকে খুন করেছে- ঘটনার ছয় মাস পার হলেও মেলেনি এমন অনেক প্রশ্নের উত্তর। আলোচিত এই হত্যার তদন্তে দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি নেই। তদন্তের এ পর্যায়ে তনুর পোশাক থেকে পাওয়া ধর্ষণের আলামতসহ যে তিন ব্যক্তির ডিএনএ নমুনা পাওয়া গেছে, তা সন্দেহভাজনদের ডিএনএ নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডিএনএ নমুনা মিলিয়ে দেখা হলেও তাতে অপরাধী শনাক্ত করা যায়নি। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবার। এছাড়া বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ কুমিল্লা শাখা।

গত ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী তনু খুন হন। ওই দিন রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ভেতরে ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ২১ মার্চ দুপুরে তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়। ওই দিনই তাকে কুমিল্লার মুরাদনগর উপজেলা মির্জানগর গ্রামে দাফন করা হয়। প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে ব্যাপক বিতর্ক ওঠার পর আদালদের নির্দেশে ২৮ মার্চ কবর থেকে লাশ তুলে দ্বিতীয় ময়নাতদন্ত হয়। দীর্ঘ সময়ক্ষেপণের পর যে প্রতিবেদন দেয়া হয়, তাতে বলা হয়, মৃত্যুর কারণ নির্ণয় করা যায়নি।

তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখন আসামি শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষায় প্রাপ্ত নমুনা (প্রোফাইল) প্রধান ভরসা। গত মে মাসে ডিএনএ প্রতিবেদন হাতে পায় সিআইডি। এরপর ছয় মাস পার হলেও সেটা কাজে লাগাতে পারেনি সিআইডি।

সূত্র জানায়, এরই মধ্যে তনু হত্যারহস্য উদ্ঘাটনে তার বন্ধু, সেনাসদস্যসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী পুলিশ সদস্য ও ময়নাতদন্তকারী চিকিৎসকের বক্তব্য নেয়া হয়েছে। তনুর মা-বাবা, ডাক্তার, নার্সসহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডি কয়েকজন সেনাসদস্যকেও জিজ্ঞাসাবাদ করেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা