সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দ্রুত ফেরাতে হবে রোহিত-কোহলিকে

ভারতের সাম্প্রতিক সাফল্যে বড় অবদান রোহিত শর্মা আর বিরাট কোহলির। আজ এশিয়া কাপের ফাইনালে রোহিত আর কোহলির দিকে তাই চোখ রাখতেই হবে বাংলাদেশকে। বলা ভালো, দুজনকেই ফেরাতে হবে যত দ্রুত সম্ভব। কারণ ভারতের এই দুই প্রতিভাবান ব্যাটসম্যান টিকে গেলেই বাংলাদেশের জন্য বিপদ। নিঃসন্দেহে মাশরাফির দলের সাফল্য অনেকখানি নির্ভর করছে রোহিত আর কোহলির পারফরম্যান্সের ওপরে।

এবারের এশিয়া কাপের আগে দুটো টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২০ ওভারের ক্রিকেটে দুই প্রতিবেশীর প্রথম লড়াই হয়েছিল ২০০৯ সালের বিশ্বকাপে। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে কোহলি খেলেননি। রোহিত অবশ্য খেলেছিলেন। ৬ জুন নটিংহ্যামের ট্রেন্টব্রিজে বাংলাদেশের বিপক্ষে ভারতের ২৫ রানের জয়ে তাঁর অবদান ছিল ৩৬ রান।

বাংলাদেশ-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি লড়াইয়ের সাক্ষী আজকের ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। ২০১৪ বিশ্বকাপের সেই ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে সহজেই আট উইকেটে হারিয়ে দিয়েছিল ভারত। ‘টিম ইন্ডিয়া’র জয়ে বড় অবদান ছিল রোহিত আর কোহলির। রোহিত ৫৬ রান করে আউট হয়ে গেলেও কোহলি অপরাজিত ছিলেন ৫৭ রানে।

বাংলাদেশ-ভারত সর্বশেষ ম্যাচের স্মৃতি একদমই টাটকা। গত ২৪ ফেব্রুয়ারি মিরপুরে মাশরাফি-ধোনিদের লড়াই দিয়েই এশিয়া কাপের মূলপর্বের পর্দা উঠেছিল। সেই ম্যাচে ব্যর্থ কোহলি আউট হয়ে যান সাত রান করেই। তবে ম্যাচের শুরু থেকে চাপের মুখে থাকা ভারতকে লড়াইয়ে ফিরিয়েছিলেন রোহিত। ব্যক্তিগত ২১ রানে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন। ‘জীবন’ ফিরে পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে তিনি খেলেছিলেন ৫৫ বলে ৮৩ রানের আক্রমণাত্মক ইনিংস। ভারতের ৪৫ রানের জয়ে যা বড় অবদান রেখেছিল।

বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিতেই রান পেয়েছেন রোহিত। ওয়ানডেতে অবশ্য তাঁর পারফরম্যান্স তেমন উজ্জ্বল নয়। ৯ ম্যাচে করেছেন ৩০২ রান। তবে ৫০ ওভারের ক্রিকেটে কোহলি দারুণ সফল। বাংলাদেশের বিপক্ষে ১০ ম্যাচে তিনটি শতক ও দুটি অর্ধশতকসহ ৬৯.৭৫ গড়ে ৫৫৮ রান করেছেন ভারতের সেরা ব্যাটসম্যান।

উদ্বোধনী ম্যাচে রান পাননি কোহলি। আজ তাই তিনি জ্বলে ওঠার প্রতিজ্ঞা নিয়ে নামবেন। অন্যদিকে রোহিতও চেষ্টা করবেন দলকে ভালো সূচনা এনে দিতে। বাংলাদেশকে তাই ‘টিম ইন্ডিয়া’র দুই তারকা ব্যাটসম্যানকে নিয়ে সতর্ক থাকতেই হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির