‘দ্রুত রিভিউ শুনানির জন্য আবেদন করা হবে’
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, বিএনপি নেতা সাকা চৌধুরী ও মুজাহিদের রিভিউ আবেদনের ওপর দ্রুত শুনানি করতে আবেদন করা হবে। আগামী ২/১ দিনের মধ্যে আবেদন করা হবে বলে জানান সরকারের এই সর্বোচ্চ আইন কর্মকর্তা।
আজ বুধবার দুপুরে অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ে সাকা-মুজাহিদের রিভিউ আবেদন দায়েরের পর তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। মাহবুবে আলম বলেন, আগামী মঙ্গলবার চেম্বার বিচারপতি বসবেন। খুব সম্ভবত ওইদিনই সাকা মুজাহিদের রিভিউ আবেদনের ওপর শুনানির দিন নির্ধারণ হতে পারে। সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়ে শুনানি হবে কি না? এ প্রশ্নের জবাবে অ্যাটর্নি বলেন, এ সিন্ধান্ত দেওয়ার এখতিয়ার সম্পর্ণ আদালতের।
সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, রিভিউ শুনানিতে তাদের আইনজীবীরা যেসব যুক্তি তুলে ধরবেন সে বিষয়ে কোন আদেশ পাওয়ার সম্ভাবনা খুবই কম। আপিল বিভাগের রায় পড়ে তিনি এটাই বুঝেছেন বলে মন্তব্য করেছেন। তবে এ বিষয়ে শেষ কথা বলার এখতিয়ার আদালতের।
ফৌজদারি মামলায় রিভিউ আবেদন গ্রহণের সম্ভাবনা খুব ক্ষীণ উল্লেখ করে তিনি বলেন আশা করি রিভিউয়েও সাকা-মুজাহিদের ফাঁসির দন্ড বহাল থাকবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন