ধর্মঘটে কিশোরগঞ্জের সঙ্গে সারাদেশে বাস বন্ধ
বাসস্ট্যান্ডে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জের সঙ্গে সারাদেশের বাস ধর্মঘট চলছে। হঠাৎ পরিবহন ধর্মঘটের সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রোববার সকালে কিশোরগঞ্জ গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দিয়ে এ ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
পরিবহন মলিকদের অভিযোগ, স্থানীয় সন্ত্রাসী শফিকুল ইসলাম মানিক তার সংঘবদ্ধ লোকদের নিয়ে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। এর প্রতিবাদ করায় মানিক তার লোকবল নিয়ে শনিবার জেলা শ্রমিক ইউনিয়ন অফিস তালা বন্ধ করে রাখে।
এর প্রতিবাদে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন সন্ত্রাসী মানিককে গ্রেপ্তার ও বাসস্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে রোববার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টার জন্য এ ধর্মঘটের ডাক দেয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মানিক রঞ্জন দে বলেন, যাত্রীদের হয়রানিসহ বাসট্যান্ডে নিরাপত্তা নিশ্চিতের জন্য জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়েছে। এছাড়াও সন্ত্রাসী মানিককে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেয়া হয়েছে। তা না হলে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন