ধর্মঘট-বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ব্রাজিল

ব্রাজিলে ২০ বছরের মধ্যে প্রথম দেশব্যাপী ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘটের পর সহিংসতায় বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে ব্রাজিলের বিভিন্ন শহরে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সরকারের পেনশন ব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে শুক্রবার শ্রমিক ইউনিয়নগুলোর ডাকা দেশব্যাপী ধর্মঘটে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, দোকান ও অন্যান্য প্রতিষ্ঠানের দফতর বন্ধ ছিল।
সম্প্রতি ব্রাজিলের ক্ষমতাসীন প্রেসিডেন্ট মিশেল তেমের পেনশন কার্যক্রম সংস্কারের উদ্যোগ নেন। তিনি একে ‘আধুনিকতার উদ্যোগ’ বলে দাবি করেন। আর্থিক মন্দা কাটিয়ে উঠতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।
তবে শ্রমজীবী মানুষদের ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, সরকার পেনশন ব্যবস্থায় যে সংস্কার করতে যাচ্ছে, এর বলে তাদের ভবিষ্যৎ অনুশ্চিত হয়ে পড়বে। পেনশনে চিকিৎসাসহ অন্যান্য ক্ষেত্রে সুযোগ করে আসবে।
রিও ডি জেনিরো শহরের কেন্দ্রে বেশ কয়েকটি বাস ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে অন্তত আটটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সরকারবিরোধী বিক্ষোভকারীরা প্রধান সড়কগুলো বন্ধ করে দিলে শহরটি কার্যত অচল হয়ে পড়ে। বেশকিছু দোকানেও হামলা চালানো হয়।
ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাউলোতে প্রেসিডেন্টের বাড়ির সামনে হাজার হাজার মানুষ রাজপথে বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ বেশকিছু টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।
চলতি সপ্তাহের শুরুতে শ্রম আইন সংস্কারের জন্য তেমের পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করেন। পার্লামেন্টে তার ডানপন্থী দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় ওই প্রস্তাব সহজেই পাস হয়।
বিবিসির বিশেষ প্রতিনিধি ড্যানিয়েল গালাস জানান, তেমের এমন এক প্রেসিডেন্ট, সাধারণ মানুষ যাকে অপছন্দ করেন, কিন্তু পার্লামেন্টের জোরে তিনি যে কোনও কিছুই করতে পারেন।
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত হওয়া বামপন্থী প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অভিশংসনের পর ক্ষমতায় আসেন তেমের।
তবে রৌসেফ সব সময় তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। সিনেটের শুনানিতে তিনি দাবি করেন, তাকে ক্ষমতাচ্যুত করার কোনও ন্যায্যতা নেই। অভিশংসন প্রক্রিয়াকে তিনি ‘সংসদীয় ক্যু’ বলেও অভিহিত করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন