‘ধর্মশালার দিনগুলোকে মিস করছি’

ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের দায়ে ভারতের ধর্মশালায় অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপ আসরের প্রথম পর্বের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) নিষেধাজ্ঞার কবলে পড়েন তাসকিন আহমেদ। নিষেধাজ্ঞার কবলে পড়ার আগে তাসকিন ধর্মশালায় বিশ্বকাপের প্রথমপর্বের কয়েকটি ম্যাচে অংশ নিয়েছিলেন।
ধর্মশালার সেইসব দিনগুলোর কথা খুব মনে পড়ে তাসকিনের। এমনটা তিনি নিজেই জানিয়েছেন ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া একটি পোস্টের মাধ্যমে।
সাব্বির, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তাসকিন লিখেছেন, ধর্মশালার দিনগুলোকে মিস করছি। ইনশাআল্লাহ আমি জলদিই দলে ফিরে আসব। শুধু সবাই আমার জন্য দোয়া করবেন।
বর্তমানে তাসকিন ঢাকা ডিভিশন প্রিমিয়ার ক্রিকেট লিগে(ডিপিএল) আবাহনী লিমিটেডের হয়ে খেলছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে তার নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে ফিরতে হলে তাকে অ্যাকশন শুধরে আসতে হবে। আইসিসি কর্তৃক নির্ধারিত ল্যাবে পুনরায় পরীক্ষা দিয়ে সফল হতে হবে।
খুব দ্রুতই তাসকিন আন্তর্জাতিক অঙ্গনে ফিরে আসবেন-এমনটাই প্রত্যাশা করছেন সবাই। নিজের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা নিয়ে ঘুরতে ভালো লাগছে না তাসকিনেরও। তাইতো তিনি নিজেও ব্যাকুল জাতীয় দলে ফিরে আসতে।
প্রসঙ্গত, ৯ মার্চ টি২০ বিশ্বকাপের বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে তাসকিন ও সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। পরে চেন্নাইয়ে পরীক্ষায় ত্রুটি ধরা পড়ে তাদের বোলিং অ্যাকশনে। বোলিং অ্যাকশন না শোধরানো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধই থাকতে হচ্ছে তাদের।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন