ধর্মশালায় বিয়ের প্রস্তাব পেলেন সাব্বির রহমান!
ক্রিকেটে মাঠে খেলোয়াড়রা বিয়ের প্রস্তাব হরহামেশাই পেয়ে থাকেন। ঢাকার মাঠেও এমন প্রস্তাব বহু ক্রিকেটার পেয়েছেন। বিশেষ করে ১৯৯৮ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নকআউট বিশ্বকাপে পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদিকে প্ল্যাকার্ডে লিখে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এক নারী।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান বিয়ের প্রস্তাব পেয়েছেন ধর্মশালার গ্যালারি থেকে। বুধবার ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নেদারল্যান্ডস যখন মাঠের লড়াইয়ে, ঠিক তখনই এই বিয়ের প্রস্তাব পান তিনি।
দলীয় ১৮ রানে ওপেনার সৌম্য সরকার সাজঘরে ফিরে যান। তখনই ব্যাটিংয়ে আসেন সাব্বির। তিনি ব্যাটিংয়ে নামার অল্প কিছুক্ষণের মধ্যে ধর্মশালার গ্যালারি থেকে এক নারী প্ল্যা কার্ডে লিখে বিয়ের প্রস্তাব দেন সাব্বিরকে। সেখানে লেখা ছিল সাব্বির ‘প্লিজ ম্যারি মি’।
সদ্য সমাপ্ত এশিয়া কাপে সাব্বিরের পারফরম্যান্স ছিল বেশ নজরকাড়া। পাঁচ ম্যাচ থেকে ১৭৬ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। সেই সঙ্গে পেয়েছেন টুর্নামেন্টেরও সেরা খেলোয়াড়ের পুরস্কার।
এশিয়া কাপে তাঁর হ্যার্ডহিটিং ব্যাটিং মুগ্ধ করেছে অনেক ক্রিকেটপ্রেমীকে। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাঁর ৮০ রানের ইনিংসটি, সত্যিই অসাধারণ একটি ইনিংস ছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে অবশ্য তিনি খুব একটা সফল হতে পারেননি। ১৫ বলে ১৫ রান করেন। যাতে একটি চার ও একটি ছক্কার মার ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন