ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে কঠোর ব্যবস্থা

যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত তাদেরকে সতর্ক করেছে সরকার। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আজ রবিবার সকালে সচিবালয়ে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমির হোসেন আমু। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ।
আমির হোসেন আমু বলেন, সাম্প্রতিক সময়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো কোনো মহল বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তাদেরকে সতর্ক করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আমু বলেন, যারা জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
কারা কারা জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমু বলেন, শিগগির তাদের তালিকা প্রকাশ হবে।
শিল্পমন্ত্রী দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন খুব ভালো। চুরি-ডাকাতি, খুনসহ বিভিন্ন অপরাধ করে এসেছে। সরকার যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চায় বলেও জানান আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতা।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন