ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে কঠোর ব্যবস্থা
যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত তাদেরকে সতর্ক করেছে সরকার। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আজ রবিবার সকালে সচিবালয়ে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমির হোসেন আমু। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ।
আমির হোসেন আমু বলেন, সাম্প্রতিক সময়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো কোনো মহল বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তাদেরকে সতর্ক করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আমু বলেন, যারা জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
কারা কারা জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমু বলেন, শিগগির তাদের তালিকা প্রকাশ হবে।
শিল্পমন্ত্রী দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন খুব ভালো। চুরি-ডাকাতি, খুনসহ বিভিন্ন অপরাধ করে এসেছে। সরকার যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চায় বলেও জানান আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতা।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













