ধর্মে আমি ভারতীয়, আদালতকে জানালেন সালমান খান

ধর্ম কি? উত্তর- ভারতীয়। উত্তরদাতা, সালমান খান। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় যোধপুর আদালতে হাজির হয়ে এ কথাই জানালেন তিনি।
অস্ত্র মামলায় কলঙ্কমোচন হয়েছে। তবে এখনও কৃষ্ণসার হত্যা মামলায় অভিযুক্ত সালমান খান। এই মামলার শুনানিতেই ডাক পড়েছিল সালমানসহ টাব্বু, সইফ আলি খানদেরও। আদালতে হাজিরা দিয়ে একগুচ্ছ প্রশ্নের মুখে পড়তে হয় সালমনাকে। প্রশ্নের আগে তাঁর পরিচয় দিতে বলা হলে, তিনি এ কথা বলেন। এটা অবশ্য তাঁর বরাবরের উত্তর। যতবার তাঁকে তাঁর পরিচিতি জিজ্ঞেস করা হয়, তিনি জানান, তাঁর নাম সালমান খান। তিনি একজন ভারতীয়।
যদিও এদিন কৃষ্ণসার হত্যা মামলা সম্পর্কে তিনি নিজেকে নির্দোষ বলেই ব্যাখ্যা করেন। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ এই বলিউড সুপারস্টারের। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে এদিন একগুচ্ছ প্রশ্ন করা হয় সালমানকে। যদিও তার বেশিরভাগই ঠিক নয় বলে জানান তিনি। তাঁর দাবি, কৃষ্ণসার হরিণগুলির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে যে রিপোর্ট পেশ হয়েছিল, সেটিই একমাত্র সঠিক। হরিণকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ এদিন সরাসরি অস্বীকার করেন তিনি।
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় তাঁর সঙ্গে অভিযুক্ত সোনালি বেন্দ্রে, সাইফ আলি খান, নীলম ও টাব্বুরাও। এক মামলায় ছাড় পাওয়ার পর এই মামলায় সালমানের পরিণতি কী হয়, সেটাই এখন দেখার বিষয়।
সূত্র: সংবাদ প্রতিদিন
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন