ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে হিন্দু মহাজোট নেতা গ্রেপ্তার
ফেইসবুকে ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় সিলেটে হিন্দু মহাজোটের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রাকেশ রায় (৪০) জকিগঞ্জ উপজেলার কেরাইয়া গ্রামের সুরেশ রায়ের ছেলে ও হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।
বুধবার জৈন্তাপুরের লালাখাল থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ সম্মেলনে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান।
তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে রাকেশের ফেইসবুক আইডি থেকে দেওয়া ‘কটূক্তিপূর্ণ ’একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রাকেশকে গ্রেপ্তারের দাবিতে জকিগঞ্জে বিক্ষোভ মিছিল হয়।
“এছাড়াও সোমবার রাকেশ রায়ের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন ফুযায়েল আহমদ নামের এক ব্যক্তি। এ মামলায় সকালে তাকে গ্রেপ্তার করা হয়।”
সুজ্ঞান চাকমা জানান, রাকেশকে জকিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম খায়রুল আমিনের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। বিকালে শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এই সংক্রান্ত আরো সংবাদ
সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন
সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন
সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে
গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন