ধর্ম বিরোধী লেখার অভিযোগে ব্লগারের বাড়ির সামনে মৌলবাদীদের হাঙ্গামা
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে মৌলবাদীদের অভিযোগ এস এম সাইফুর রহমান দীর্ঘিদিন ধরে আল্লাহ ও তার রাসূলের বিপক্ষে ফেসবুকে লিখে থাকেন। এতে তাদের ধর্মানুভূতি মারত্মকভাবে আহত হয়, ধর্মপ্রাণ মানুষ বিভ্রান্ত হন। এভাবে তাকে আর লিখতে দেয়া যাবে না। এদেশে তার কোন স্থান হবে না। আমাদের কণ্ঠস্বর থেকে যোগাযোগ করা হয় বাড়িওয়ালা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার জনাব আমিরুল ইসলামের সঙ্গে। তার কাছে জানতে চাওয়া হয়েছিলো কেন ও কিভাবে তার বাড়ির সামনে এমন ঘটনা ঘটতে পারলো। তিনি জানান, “কিছু লোক আমার বাড়ির নীচে এসে হৈচৈ করছিল, তারা আমার বাড়ির তিন তলার ভাড়াটিয়া সাইফুর সাহেবকে নীচে নামতে বলছিলো। তিনি নাকি ইসলামের বিপক্ষে লিখে থাকেন।” তিনি আরো যোগ করেন, “দেখেন ইসলাম শান্তির ধর্ম, যারা বিপথগামী তারাই এভাবে অন্যকে মারার জন্য এভাবে তেড়ে আসে, তাদের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই। আমি থামিয়ে দিয়েছি তাদের। ব্যাপারটা এখন মিটে গেছে।”
আদাবর থানার সঙ্গে যোগাযোগ করে জানতে চাওয়া হয় তাদের এলাকায় এমন কোন মৌলবাদী গোষ্ঠীর অস্তিত্ব সম্পর্কে তারা কিছু জানেন কিনা। ডিউটি অফিসার পরিচয়ে এস আই হাবিবুর রহমান আমাদের জানান, “বর্তমানে পুলিশের অভিযানে মৌলবাদী জঙ্গিরা কোনঠাসা অবস্থানে আছে। তবে মাঝে মাঝে যে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে না তা নয়। তবে তাদের এলাকায় এমন গোষ্ঠীর কথা কেউ অভিযোগ করেননি সম্প্রতি।” তার কাছে আমাদের আরো প্রশ্ন ছিলো গতকালের ঘটনা নিয়ে। তিনি জানান, “আমাদের কাছে এক ভদ্রমহিলা যোগাযোগ করে সাহায্য চেয়েছিলেন। বাড়িটি আমিরুল স্যারের। আমরা তার সঙ্গে যোগাযোগ করি করনীয় সম্পর্কে। তিনি আমাদের জানান তিনি বিষয়টা দেখছেন ও তিনি এটা সমাধান করতে পারবেন। পরবর্তীতে আমাদের একটা টিম ঘটনাস্থলে গিয়ে জানতে পারে আগেই সমাধান হয়ে গেছে।”
বাড়ির কেয়ারটেকার জনাব আইনুল জানান, তাদের ঐ এলাকায় থাকতে হবে। ভাড়াটিয়ারা আজ আছে তো কাল নাই, কিন্তু বাড়িওয়ালাকে থাকতে হবে এলাকায়। এজন্য সবাইকে ম্যানেজ করেই তাকে চলতে হবে। তবে ঘটনা সমাধান হয়ে গেছে।
ভুক্তোভোগী জনাব সাইফুর জানান, “আজ মানুষের অধিকারের পক্ষে লড়াই করার কারনে আমার এই পরিণতি। কতটা অসম্মান, অপমানিত হলাম। নীচে গেলে আমাকে গণপিটুনি দিয়ে মেরেই ফেলতো। আমার ছোট্ট ছেলেটি ভয়ে কুকড়ে গেছে। কি অপরাধ করেছি আমি, কি অপরাধ আমার পরিবারের?”
এই সংক্রান্ত আরো সংবাদ
সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন
কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন
উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন