ধর্ষণকারী থেকে মা’কে বাঁচাতে প্রাণ দিল ছয় বছরের শিশু

সাউথ আফ্রিকায় ধর্ষণকারীর কাছ থেকে মা’কে বাঁচাতে গিয়ে জীবন দিতে আপোস করেনি ছয় বছরের শিশু কার্লওয়ানো গারাসাপে।
শিশুটির মা সেগোমোটসো গারাসাপে জানান, স্কুল বাস আগে চলে যাওয়ায় দুই শিশু সন্তান ছয় বছরের কার্লওয়ানো ও আট বছরের থাবিসোর ইচ্ছায় হেঁটেই স্কুলের দিকে রওনা হয় তারা।
স্কুলের কাছাকাছি নর্থদান কেপে’র রাস্তায় এক ছিনতাইকারী পথ আটকে আমার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, পরে লোকটি শিশু সন্তানদের সামনে আমাকে ধর্ষণ করতে চাইলে লোকটির ওপর চড়াও হয় কার্লওয়ানো। এক পর্যায়ে কার্লওয়ানো লোকটিকে চড় ও ঘুষি মারে। পরে ওই ধর্ষণকারী একটি ভাঙ্গা বিয়ারের বোতল দিয়ে কার্লওয়ানোর পেটে আঘাত করে।
কার্লওয়ানোর মা আরও বলেন, আমার চোখের সামনে ওই লোকটি আমার সন্তানের পেটে ভাঙ্গা বোতল দিয়ে আঘাত করে, আমি লোকটিকে মারার জন্য রাস্তার ধারে কিছু খুঁজছিলাম কিন্তু পাইনি, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা কার্লওয়ানোকে হাসপাতালে নেওয়ার জন্য রাস্তায় অনেক গাড়ি থামানোর চেষ্টা করেছি কিন্তু কেউ সাহায্য করেনি। মুর্মূষু অবস্থায় কার্লওয়ানোর শেষ ইচ্ছা ছিল ওকে যেন আমি জড়িয়ে ধরে চুমো দেই।
এদিকে কার্লওয়ানোর মৃত্যুতে কমিউনিটির নেতারা বিক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, যেকোনো ভাবেই এই ধর্ষণকারীকে আইনের আওতায় আনতে হবে। পুলিশ জানিয়েছে, এলাকাবাসীর সহায়তায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন