ধর্ষণ করতে গিয়ে জিহ্বা গেল কিশোরের
বুদ্ধিমত্তা ও সাহসের পরিচয় দিলে চরম বিপদেও যে রক্ষা পাওয়া যায় আবারও তার প্রমাণ দিলেন এক মার্কিন নারী। হামলাকারীর জিহ্বায় কামড় দিয়ে ধর্ষণ থেকে বেঁচে যাওয়া ওই নারীকে রীতিমতো বীরের খেতাব দিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।
সাউথ ক্যারোলিনার ৩৩ বছরের ওই নারী জানান, গত ১৬ অক্টোবর বাড়ির সামনের দরজা খুলে তিনি দেখতে পান, ছুরি হাতে এক কিশোর দাঁড়িয়ে আছে। পরে পুলিশের কাছ থেকে তিনি জানতে পারেন ওই কিশোরের নাম মিলার। তাকে ঠেলে ঘরের ভেতরে প্রবেশ করিয়ে মুখে ঘুষি মারে মিলার।কথা অনুযায়ী কাজ না করলে তাকে হত্যার হুমকি দেয় মিলার । ধর্ষণ চেষ্টার এক পর্যায়ে তার মুখের ভেতরে জিহ্বা প্রবেশ করিয়ে দেয় মিলার।
এ সুযোগে তার জিহ্বা কামড় দিয়ে ধরে রাখেন ওই নারী। এক পর্যায়ে মিলারের জিহ্বার অগ্রভাগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই ফাঁকে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে একটি পেট্রল স্টেশনে গিয়ে পুলিশে ফোন দেন ওই নারী। পুলিশ এসে মিলারকে খুঁজে পায়নি। পরে পুলিশের রেডিওতে ধরা পড়ে, এক নারী তার জিহ্বা বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছেলেকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের সাহায্য চাইছেন। এর সূত্র ধরেই হাসপাতাল থেকে মিলারকে আটক করে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন

ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন