ধর্ষণ করে শিশুকে খুন : অপরাধীকে ফাঁসির সাজা দিল আদালত
তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুন। এই ঘটনার মূল অপরাধী ভারতের ছত্তীসগড়ের বাসিন্দা ২৩ বছরের লোচান শ্রীবাসকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল সেখানকার এক ফাস্ট ট্র্যাক আদালত। আদালতের বিচারক তাঁর রায় বলেন, এটা বিরল থেকে বিরলতম অপরাধ। এ ধরনের অপরাধীরা সমাজের জন্য শুধু নয়, মনুষত্ব্যের জন্যে বড় আতঙ্ক।
বিচারক ৫৮ পাতার রায় পেশ করতে গিয়ে জানান, দোষী সাব্যস্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭, ৩০২, ৩৬৩ এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, এ ছাড়াও বিচারক তাঁর ওপর সাড়ে আট হাজার টাকার জরিমানা আরোপ করেছে। কোনওভাবে অপরাধী এই টাকা দিতে না পারলে তাকে আরও দেড় বছর হাজতবাস করতে হবে বলে জানিয়েছেন বিচারক। তা ছাড়াও আদালত পশ্চিমবঙ্গ সরকারকে পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আক্রান্তের পরিবারকে।
জানা গেছে, এ ঘটনার সূত্রপাত এ বছরের ২৪ ফেব্রুয়ারি। ছোট শিশুটি অপরাধীর এলাকারই বাসিন্দা ছিল। সে তার বাড়ির সামনে খেলছিল। সেই সময় লোচান তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তারপর তাকে শ্বাসরোধ করে খুন করে, দেহটি বস্তার মধ্যে রেখে সঙ্গীরাই এলাকায় ফেলে দিয়ে আসে বস্তাটি। এরপরে শিশুটির মা থানায় ডায়েরি করেন। এ ঘটনায় গত ২৬ এপ্রিল পুলিশ লোচানকে গ্রেপ্তার করে ওইদিনই তার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা দায়ের করে। সূত্র: এপিবি
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন