ধর্ষণ মন্তব্যে সালমানকে লেখা চিঠি ভাইরাল

বির্তক পিছু ছাড়ছে না সালমান খানকে, সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গণ সালমানের কথায় ঝড় বইছে। ধর্ষণ বিষয়ে মন্তব্য করায় সালমান খানকে লেখা একটি খোলা চিঠি সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
চিঠিটি লিখেছেন গণধর্ষণের শিকার হওয়া সুনীতা কৃষ্ণন। পেশায় তিনি একজন সমাজকর্মী। পেয়েছেন পদ্মশ্রী সম্মানও।
‘সুলতান’র শুটিং প্রসঙ্গে মঙ্গলবার সালমান মন্তব্য করেন, নিজেকে ধর্ষিতা নারীর মতো মনে হত’। সেই প্রসঙ্গেই সুনীতা তাকে এই খোলা চিঠি লিখেছেন। আক্রমণাত্মকভাবে সালমান খানকে চিঠিতে লিখেছেন ওই নারী।
চিঠিতে সুনীতা লিখেছেন, আমি ওই লোকটার নাম করতে চাই না। যে এ সব কথা বলতে পারে, তার নাম করে চিঠি লিখলে তাকে অনেক বেশি সম্মান দেওয়া হয়ে যায়। যেটা ওই লোকটা একেবারেই সেটা ডিজার্ভ করে না। তাই আপনি করার ভণ্ডামিটা করতে পারব না।
আসল কথাটা হল, নিজেকে ওর ধর্ষিতা মনে হচ্ছিল। তাই তো? অন্তত তেমনটাই তো বলেছে। এই মন্তব্য ধর্ষণ ব্যাপারটা খুব সাধারণ, গুরুত্বহীন বলে মনে হয়েছে। ওর কাছে সেটা হতে পারে। কিন্তু বাকি সমাজও কি এটা ভাবে? আমাদের সকলের কাছেই কি ধর্ষণ ব্যাপারটা এতটাই সহজ?
মানছি, লোকটাকে ভালই দেখতে। ট্যালেন্টও আছে। সেজন্যই সে স্টার। যার এত খ্যাতি, তার একটা দায়িত্ব থাকবে না? যা খুশি বলে দিলেই হল? বাস্তবে ধর্ষণের কোনও গুরুত্ব না বুঝেই সিনেমায় যা দেখানো হয়, তার ভিত্তিতে একটা মন্তব্য করে দিল। এখন দেখছি এই ‘রেপ কালচার’-এর মধ্যে আমরা যেন খুব বেশি করে ঢুকে পড়ছি। আর না বুঝে এ সব কথা বলে আরও বিষয়টাতে ইন্ধন দিচ্ছি।
শেষে শুধু একটাই কথা বলব, যারা পারভার্ট তারাই এ সব কথা বলতে পারে। আমাদের সকলকে অপমান করেছে ও। তাই ওই লোকটা এই সমাজের লজ্জার কারণ।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন