ধর্ষিতা নারীর উপাখ্যান ‘আলো আসুক’

ধর্ষণের গ্লানি থেকে থেকে বাঁচতে আত্মহননই যখন হয়ে ওঠে নারীর একমাত্র পথ, তখন বিচারহীনতার এই সমাজে নারীদের স্থান কোথায়- এই প্রশ্নকে উপজীব্য করেই তৈরি হয়েছে নাটক ‘আলো আসুক’।
সম্প্রতি ঢাকা এবং এর আশপাশে বেশকিছু ধর্ষণের ঘটনায় নড়ে চড়ে বসে পুরো দেশ। আলোচিত এই ঘনটাগুলোর একটির ছায়া অবলম্বনে নির্মিত হল নাটক ‘আলো আসুক’। গোলাম রাব্বানীর রচনায় নাটকটি নির্মাণ করেছেন জয়ন্ত রোজারিও।
নাটকটির মাধ্যমে কি বার্তা দিতে চেয়েছেন এমন প্রশ্নের উত্তরে গ্লিটজে নাট্যকার গোলাম রাব্বানী বলেন, “আসলে কোনো ম্যাসেজ দিতে চাইনি। আমার আগে অনেকেই ধর্ষণের বিরুদ্ধে বহু ম্যাসেজ দিয়ে গেছেন। এতে কি ধর্ষণ কমেছে? কমেনি। আমি বলতে চেয়েছি বিচারহীনতার কারণেই এই ধরনের ব্যাধি সমাজে বাড়ছে। অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ হবে। নারীর প্রতি সম্মান বাড়াতে হবে। শুভচেতনা আর কালচারাল শিক্ষাই পারে এর থেকে মুক্তি দিতে। সে কথাই বলেছি।”
নাটকের গল্পে দেখা যাবে, ঢাকার একটি প্রাইভেট সিকিউরিটি সার্ভিস কোম্পানিতে কাজ করে রুনা। তার মুক্তিযোদ্ধা বাবা মেয়ের জন্য পাত্র দেখতে থাকেন। কিন্তু এদিকে নিজ অফিসেই ধর্ষণের শিকার হয় রুনা। বিচার চেয়েও বিচার পায় না। নিজে আত্মহত্যা করে এই অন্যায়ের প্রতিবাদ করে সে। কিন্তু মেয়ের বিচারের জন্য নতুন যুদ্ধে নামে বাবা।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অশোক বেপারি, শাহরিয়ার ফেরদৌস সজীব, তাহমিনা ক্রিটিকা, সঞ্জয় রাজ প্রমুখ। নির্মাতাসূত্রে জানা যায়, শিগগিরই এনটিভিতে নাটকটি প্রচার হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন