ধসে যাচ্ছে তিস্তার তীর রক্ষা বাঁধ, আতঙ্কে মানুষ
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার তিস্তা নদীর বাম তীর রক্ষা বাঁধটি গত তিনদিনে দুইশত মিটার ধসে গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। বাঁধটি ধসে পড়লে নদী ভাঙনের শিকার হবে ওই এলাকার কয়েক হাজার পরিবার। নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে স্কুল কলেজ ও সরকারি বিভিন্ন স্থাপনা। তাই সহায় সম্বল হারানোর ভয়ে তিস্তা পাড়ের মানুষের আতঙ্কে দিন কাটছে।
গত মঙ্গলবার সকাল ১১টার পর হঠাৎ ধসে পড়ে বাঁধের প্রায় দুই শত মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়।
স্থানীয়রা জানান, আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন নামক এলাকার তিস্তা নদীর বাম তীর রক্ষায় কয়েক কোটি টাকা ব্যায়ে সলেডি স্প্যার বাঁধ -২ নির্মাণ করা হয়। কয়েক বছরের মধ্যে বাঁধে ব্যবহৃত কাপড় নষ্ট হওয়ায় তিস্তার পানির স্রোতে বাঁধের নিচে সুরঙ্গ সৃষ্টি হয়। সুরঙ্গ বেয়ে মাটি সরে যাওয়ায় মঙ্গলবার সকালে হঠাৎ ধসে যায় বাঁধটি।
সরেজমিনে বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, গ্রামবাসীরা গত তিনদিন থেকে নিজেদের উদ্যোগে পাশে থাকা বেশ কিছু সিসি ব্লক ফেলে বাঁধটি রক্ষার চেষ্টা চালাচ্ছেন। এরই মধ্যে বাঁধটির প্রায় দুই শত মিটার ধসে গেছে। প্রতি মুহূর্তে তিস্তার স্রোতে বিলীন হচ্ছে বাঁধটি।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের তদারকির অভাবে বাঁধটির পার্শে রাখা বেশ কিছু সিসি ব্লক চুরি হয়ে গেছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, ওই এলাকার পার্শ¦বর্তী প্রতিটি বাড়িতে রয়েছে সি সি ব্লক। যা অসাধূ ব্যক্তিরা রাতের আঁধারে নিয়ে গিয়ে নিজেদের কাজে ব্যবহার করছেন। তাই এই দুর্দিনে বাঁধটি রক্ষায় সি সি ব্লকের চরম সঙ্কট দেখা দিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মতিয়ার রহমান মতি জানান, স্থানীয়দের খবরে তিনি এসে জনগণের সহায়তায় পাশের কিছু সি সি ব্লক দিয়ে বাঁধটি রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সুরঙ্গ তৈরি হওয়ায় স্থানীয়দের চেষ্টায় রক্ষা করা সম্ভব হচ্ছে না। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের লোকজনকে বিষয়টি জানানো হয়েছে।
স্থানীয়দের খবরে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের গাড়ি চালক সহিদুল হক বাঁধটি দেখতে এসেছেন।
তিনি জানান, এ বাঁধটির সুপারভাইজার (এসও) বজলে করিম নিজে না এসে তাকে (গাড়ি চালক) পাঠিয়েছেন। তবে বাঁধটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের লোকজন আসবেন বলেও জানান গাড়ি চালক সহিদুল হক।
বাঁধটির তদারকি কর্মকর্তা লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের সুপারভাইজার (এসও) বজলে করিম জানান, বাঁধটি রক্ষার কাজ করতে লোকজন যাচ্ছে।
মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী জানান, পানি উন্নয়ন বোর্ডের লোকজনকে খবর দেয়া হলেও তাদের দেখা পাওয়া যাচ্ছে না। উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্থানীয়দের নিয়ে বাঁধটি রক্ষার চেষ্টা করা হচ্ছে।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লা আল খায়রুম জানান, বাঁধ রক্ষায় সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা খুব দ্রুত কাজ শুরু করবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
লালমনিরহাট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারবিস্তারিত পড়ুন
পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অণুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকবিস্তারিত পড়ুন
ভিক্ষুক মুক্ত হচ্ছে লালমনিরহাট জেলা
মানুষের দ্বারে দ্বারে আর ভিক্ষাবৃত্তি নয়। সরকারই নিচ্ছে ভিক্ষুকের দায়।বিস্তারিত পড়ুন