মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা

আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যার ঘটনায় বিচারের দাবিতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে অবস্থান এবং প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। এদিকে কর্মসূচি পালন শেষে রোকেয়া প্রাচীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে মারধর করেছে বিরোধীরা।

গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে আগুন দেওয়া হয় বাড়িটিতে। ফলে বাড়িটি পুড়ে গিয়ে ধ্বংসস্তুপে পরিণত হয়।

বুধবার বিকেলে রোকয়া প্রাচীর নেতৃত্ব বিভিন্ন শ্রেনী-পেশার বেশকিছু মানুষ বাড়িটির সামনে যান। এরপর সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন রোকেয়া প্রাচী। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যার ঘটনায় বিচারের দাবি জানান তিনি।

এরপর সন্ধ্যায় বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় রোকেয়া প্রাচী বলেন, “আজ আমরা সবাই এখানে আজ একত্রিত হয়েছি; কারণ বাংলাদেশ পুড়েছে। আমরা সবাই একত্রিত হয়েছি কারণ আমাদের ১৯৭১ পুড়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বঙ্গবন্ধু ছবি পুড়েছে, ধানমণ্ডি ৩২ পুড়েছে৷ আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ পুড়েছে বলে। আমরা এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি। বাংলাদেশ আমাদের সবার।”

তিনি বলেন, “আমরা এখানে শোক প্রকাশ করতে এসেছি শান্তিপূর্ণভাবে। আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। তিনি আমাদের জন্য এই বাংলাদেশ দিয়েছেন, সংবিধান দিয়েছেন। এই বত্রিশ যখন পুড়েছে তখন আমাদের মনে হয়েছে আমরা পুড়েছি। আমরা ধানমন্ডি ৩২ এ দাঁড়িয়ে সারাবিশ্বের এই মহানায়কের কাছে ক্ষমা চাইছি, আমরা লজ্জিত, বাঙালি জাতি আজ লজ্জিত।”

তবে এর কিছুক্ষণ পরই একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এ সময় মারধর করা হয় রোকেয়া প্রাচীকে। প্রতক্ষ্যদর্শীরা জানান, হামলাকারীদের অনেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

এদিকে, হামলার ঘটনার খবরে দ্রুত সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বর সরেজমিনে ঘুরে দেখা যায়, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবন ঘিরে রেখেছেন। 
কলাবাগান থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেসবাহউদ্দীন মনির এবং কলাবাগান থানা যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শোভন আহমেদ রোমানের সঙ্গে কথা হয় ঢাকা ট্রিবিউনের। 

তারা জানায়, দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগের ওপর ক্ষুব্ধ এখন। এই মূহুর্তে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানমন্ডি ৩২ নম্বরে আসে তাহলে সাধারণ মানুষজন তাদেরকে প্রতিহত করবে। 

এ সময় বঙ্গবন্ধু ভবনের নিরপত্তায় থাকা সেনাদস্যদেরকে তারা আহ্বান জানান, কোনো মানুষ যেন ভিতরে ঢুকতে না পারে। 

আমাদের কন্ঠস্বর: ১৪ আগষ্ট, ২০২৪

এই সংক্রান্ত আরো সংবাদ

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা

রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

সকাল থেকে ঢাকায় বৃষ্টি

ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন

রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা

রাজধানীর বনানী ও ভাটারায় পৃথক ঘটনায় দুই নারীর ঝুলন্ত মরদেহবিস্তারিত পড়ুন

  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • হরিজনদের উচ্ছেদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ
  • স্মার্ট কৃষিতে ব্যবহৃত প্রযুক্তিতে কৃষকরা উপকৃত হতে পারবে: কৃষি সচিব
  • মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ
  • কামরাঙ্গীরচরে বিষপান করে পগৃহবধূর আত্মহত্যা
  • মোহাম্মদপুরে ৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
  • ভয়ংকর অপকর্মের অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে: ডিবি প্রধান
  • ভোর থেকে সন্ধ্যা, একে একে মারা গেলেন স্বামী-স্ত্রী-ছেলে
  • দুর্ভোগে নগরবাসী টানা বৃষ্টি
  • তিন টাকায় ডিমঃ সস্তার ডিম নিয়ে কাড়াকাড়ি