‘ধানের শীষে ধান নাই, খালেদা জিয়ার সোফা নাই’
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হঠকারী রাজনীতির কারণে পৌরসভা নির্বাচনে ধানের শীষের ভরাডুবি হয়েছে।
আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত এ মন্তব্য করেন।
সুরঞ্জিত বলেন, ‘এবারে তো একটা ইলেকশন হয়ে গেল। এবারে ইলেকশন তো একলা খালেদা জিয়া করে নাই। একলা বিএনপি করে নাই। তার লগে ধানের শীষও করছে। না কি কন? ধানের শীষে ধান নাই, খালেদা জিয়ার সোফা নাই। ধান তো দেখা গেল চোচা হয়ে গেছে। ’
‘এবারে তিনি শুধু একা পরাজিত হন নাই। তাঁর প্রিয় সিম্বল (প্রতীক) ধানের শীষও পরাজিত হয়েছে। এবারের নির্বাচনটি অত্যন্ত প্রণিধানযোগ্য ছিল। কারণ আমরা কোনোদিন স্থানীয় নির্বাচন, পাকিস্তান আমল থেকেই, এ যাবৎ জাতীয়ভাবে করি নাই এবং জাতীয় সিম্বল দিয়েও করি নাই’, যোগ করেন সুরঞ্জিত।
আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘আমার মনেও অনেক সন্দেহ-সংশয় ছিল। কিন্তু আমি দেখলাম, একটা সময় গিয়ে এই জাতীয় সিম্বলে নির্বাচন কিন্তু পলিটিসাইজ হয়ে গেল, রাজনীতিকরণ হয়ে গেল এবং সেখানেই কথাটা চলে আসল, ওই যে হঠকারী রাজনীতি, বিকৃত রাজনীতি এই প্রশ্নেই খালেদা জিয়াকে আক্রোশ-বিদ্বেষে কথা না বলে উনি বুঝতে হবে, তাঁর ভোট কমেছে তাঁর ভুল রাজনীতির কারণে।’
অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, অভিনেতা এ টি এম শামসুজ্জামান প্রমুখ। এতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন