ধারাবাহিকতায় আরো আট দলকে ইসির আমন্ত্রণ
গ্রহণযোগ্য ও সুষ্ঠু একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ধারাবাহিকভাবে নির্বাচনী অংশীজনের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। সুশীল সমাজ, গণমাধ্যমের পর গত ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে কমিশন।
এরই ধারাবাহিকতায় আরো ৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে ইসি। এ নিয়ে মোট ২৮টি নিবন্ধিত দল ইসির আমন্ত্রণ পেল। নিবন্ধিত মোট ৪০টি দলের সঙ্গে সংলাপ করবে ইসি।
রোববার ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, মতবিনিময় সভায় অংশ নিতে আরো ৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। সভায় অংশগ্রহণের সময়সহ চিঠি দেওয়া হয়েছে দলগুলোকে।
এই ৮টি দলের মধ্যে ২ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশ মুসলিম লীগ, বিকেল ৩টায় বাংলাদেশ খেলাফত আন্দোলন; ৪ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন, বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ৫ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিকেল ৩টায় জাকের পার্টি এবং ৮ অক্টোবর বেলা ১১টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বিকেল ৩টায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে সংলাপে বসবে ইসি।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এ সংলাপ করছে ইসি। গত ২৪ আগস্ট বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) সঙ্গে সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিকদলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করে ইসি।
এ ছাড়া আগামী ১৮ সেপ্টেম্বর বেলা ১১টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বিকেল ৩টায় প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ২০ সেপ্টেম্বর বেলা ১১টায় গণফ্রন্ট, বিকেল ৩টায় গণফোরাম এবং ২১ সেপ্টেম্বর বেলা ১১টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বিকেল ৩টায় ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সঙ্গে সংলাপে বসবে ইসি।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ জানুয়ারির পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ১৬ জুলাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করে ইসি। রোডম্যাপ অনুযায়ী সংলাপ হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঘুরে আসুন ঐতিহ্যবাহী শহর ভিগান থেকে
অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি গোটা বিশ্বে এশিয়ার দেশগুলোর ঐতিহ্য এবংবিস্তারিত পড়ুন
ডেঙ্গুতে মৃত্যু ৫০০ জন ছুঁই ছুঁই
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯৭বিস্তারিত পড়ুন
পররাষ্ট্র মন্ত্রণালয়: আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশ
ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে বিক্ষোভ ও হামলারবিস্তারিত পড়ুন