ধারাবাহিক রাজনীতিতে বিএনপি, টার্গেট সংসদে প্রতিনিধিত্ব
সরকারের ফাঁদেই দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে বিএনপি। একের পর এক ভুল সিদ্ধান্ত ও ব্যর্থ আন্দোলনের পর এবার ধারাবাহিক রাজনীতিতে ফিরতে চায় দলটি। সেই লক্ষ্য নিয়েই সামনের দিকে এগোচ্ছে সিনিয়র নেতৃবৃন্দ। বিএনপির জাতীয় সম্মেলন ও দল ঘোষণার পর এবার তৃণমূল সাজানোর পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি দলটির সকল অঙ্গ-সংগঠনকেও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি পরিচালনার দায়িত্বে থাকা নেতারা মনে করেন, সরকার তার সুযোগ মতো যেকোন মুহূর্তে একটি জাতীয় নির্বাচন দিবে। তাই কঠোর আন্দোলনে না গিয়ে নিয়মতান্ত্রিক কর্মসূচিতেই থাকতে চায় তারা। পাশাপাশি জাতীয় নির্বাচনের জন্য সারাদেশে প্রার্থী নির্বাচন শুরু করে দিয়েছে বিএনপি। যাতে সরকার নির্বাচন দেয়ার সাথে সাথে সেই নির্বাচনে সফলভাবে বিএনপি অংশগ্রহণ করতে পারে।
এসব নেতারা মনে করেন, দেশের জনগণ একটি জাতীয় নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। আর নির্বাচন হলেই জনগণ এই সরকারকে ব্যালটের মাধ্যমে তার সকল অন্যায়ের জবাব দিবে।আর তারা এটাও বিশ্বস করে যে, একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলেই বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে।এ জন্য আগামী নির্বাচন কমিশন গঠনে বিএনপিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।সরকার যদি বিএনপিকে নির্বাচন কমিশন গঠনের জন্য না ডাকে, তাহলে তার জবাবও রাজপথে দিতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছে বিএনপির একাধিক সিনিয়র নেতা।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, সরকার যেভাবেই নির্বাচনের আয়োজন করুক না কেন? এবার বিএনপি নির্বাচনে যাবে। কারণ বিএনপি ধারবাহিক রাজনীতিতে ফিরে অল্পকিছু আসন নিয়ে হলেও সংসদে যেতে চায়। গত কয়েক বছরের রাজনীতি বিশ্লেষন করে বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
সূত্রটি আরও জানায়, সরকার যাতে কোন অবস্থাতেই আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে না পারে।এজন্য বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হচ্ছে। সেই কথা মাথায় রেখেই সাজনো হচ্ছে তৃণমূল দল। এছাড়াও তৈরী করা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের জন্য শক্তিশালী প্রার্থী। সরকার কোন ধরনের অন্যায় করলেই বিএনপি সেখানেই তা প্রতিরোধ করবে। সরকারকে কোন অবস্থাতেই আর ছাড় দেয়া হবে না।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও সব সময় নির্বাচনমূখী দল। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে।তবে সরকারকে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন