“ধারাবাহিক সাফল্যের পুরস্কার” – মাশরাফি

স্বাগতিক ইংল্যান্ড অস্ট্রেলিয়া দলকে হারানোর সাথে সাথেই উল্লাসে ফেটে পড়ে পৃথিবীর সব প্রান্তে থাকা বাংলাদেশী ক্রিকেট ফ্যানরা। বৃষ্টি আইনে ইংলিশদের কাছে হেরে যায় অজিরা যার ফলে সেমির টিকেট পেয়ে যায় টাইগাররা। টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে অস্ট্রেলিয়া।
গত কয়েক বছরে ধারবাহিকভাবে ভাল খেলছে টাইগাররা। এরই সুবাদে আইসিসির টুর্নামেন্টে ভাল পারফর্ম করছে বাংলাদেশ।
এ সাফল্যে খুশি টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তুজা যিনি নিজেই এর পিছনের কারুকার। ক্রিকেটে হাটি হাটি পা পা করে এগিয়ে যাওয়া একটা দেশের জন্য এটা বড় হবার লক্ষণ।
তিনি বলেন, “এটা আমাদের জন্য বড় কিছু। আমরা এখানে সেরা আট দলের মধ্যে থেকে কোয়ালিফাই করেছি। এটা বিশ্বকাপ থেকেও বেশি চ্যালেঞ্জিং। আর এখানে আমরা শেষ চারে গিয়েছি যা অনেক সাফল্যের একটি বিষয়। এটা আসলে ধারাবাহিক ভাল খেলার ফল।”
তিনি যোগ করেন, “সকলের অর্জনেই আজ আমরা এদিকে। দেশের সবাই ভাল ও খারাপ সময়ে আমাদের পাশে ছিল।”
নিজেদের শেষ গ্রুপ ম্যাচে নিউজিল্যান্ড দলকে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ এর শতকে পাঁচ উইকেটে হারায় টাইগাররা। আর ইংলিশদের জয় উঠে যায় সেমিতে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন