ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূর মৃত্যু
খুলনা পাইকগাছার কপিলমুনিতে দূবৃত্তদের ধারালো অস্ত্রাঘাতে মারাত্মক আহত গৃহবধু হালিমা বেগম(৩৫) এর চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে আক্রমণের শিকার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামের শহীদুল গোলদারের স্ত্রী দুই সন্তানের জননী হালিমা বেগম(৩৫) এর মৃত্যু হয়। অজ্ঞাত দূবৃত্তরা বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী নান্টু মোড়লের কলা বাগানে ধারালো অস্ত্র দিয়ে ঘাঁড় সহ বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।ধারণা করা হচ্ছে হত্যার আগে পাশবিক নির্যাতন চালানো হয়েছে।
এলাকাবাসীর সহায়তায় বৃহস্পতিবার হালিমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।সেখান থেকে মঙ্গলবার তাকে তার পিতা মিনাজ দফাদারের কপিলমুনির শিলেমানপুরের বাড়িতে নিলে সেখানে বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। শুক্রবার সকালে লাশের ময়না তদন্ত ছাড়াই রামনগরে তার শ্বশুর বাড়ীতে মৃতদেহ দাফন সম্পন্ন করা হয়। তবে রহস্য জনকভাবে এ ব্যাপারে কোথাও কোন মামলা হয়নি ।
বৃহস্পতিবার বিকেলে নিহতের বড় মেয়ে জানায়, ঘটনার দিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বেশীরভাগ সময় সে তার মায়ের সাথেই ছিল। তার মাকে কারা এবং কি কারণে মারতে পারে এব্যাপারে তার মা তাকে বিস্তারিত কিছুই বলেনি।তবে একই গ্রামের আব্দুলের ছেলে হাফিজুলের কাছে তার মায়ের পাওনা ৪০ হাজার টাকা নিয়ে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলে আসছিল।
এসময় নিহত হালিমার স্বামী শহীদুল গোলদারকে বাড়িতে পাওয়া যায়নি।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আঃ সালাম মোড়ল জানান, হালিমাকে কুপিয়ে আহতের ঘটনাটি তার জানা। তবে কারা তাকে নির্মমভাবে কুপিয়ে ফেলে রেখে যায় সে ব্যাপারে নিহত হালিমা জীবদ্দশায় কাউকে কিছু বলেনি।
তবে ধারণা করা হচ্ছে,হাফিজুলের সঙ্গে হালিমার সম্পর্কের কারণেই খুন হয়েছেন নিহত হালিমা ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন