ধূমপান নয়, স্যালাইন শক্তি জোগায়’
ধূমপানে বিষ পান। ধূমপান করে স্বাস্থ্যের হানি আর নয়। আর্থিক অপচয়ও নয়। তার চেয়ে শ্রমজীবী মানুষ ঘর্মাক্ত শরীরে স্যালাইন খেয়ে সুস্থ থাকতে পারে। স্যালাইন ক্লান্তি দূর হওয়ার পাশাপাশি শরীরে শক্তিও জোগায়।
সাতক্ষীরায় পরিশ্রমের পর ধূমপান না করে স্যালাইন খাবার আহ্বান জানিয়ে এভাবেই শ্রমজীবীদের মাঝে ধূমপানবিরোধী অভিযান চালিয়েছে ‘স্বপ্নীল পরিবার’ নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার দুপুরে শহরের নিউমার্কেট চত্বরে এই স্যালাইন বিতরণের আয়োজন করা হয়। রিকশা ও ভ্যানচালক ঘর্মাক্ত শরীরে যাতে ধূমপান না করে তার বদলে স্যালাইন খেয়ে শরীরের শক্তি জোগায় সেই অভ্যাস গড়ে তুলতেই এ আয়োজন করে সংগঠনটি।
‘ধূমপানে নয় অপচয়, স্যালাইনে ক্লান্তি হোক নিরাময়’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজকরা বলেন ধূমপান খুবই ক্ষতিকর অভ্যাস। তার বদলে এসব শ্রমজীভীকে স্যালাইন খাওয়ায় উৎসাহ জোগাতে হবে। এতে তারা শারীরিকভাবে সুস্থ থাকবে , তাদের আর্থিক অপচয়ও রোধ হবে।
বাদশা আলী আকবর সেলিমের সভাপতিত্বে স্যালাইন বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, সুশংকর রায়, সোলায়মান তুহিন , রিজভী আহমেদ, শাহীন মোস্তাক প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন
কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন