ধোনি-কোহলিদের কোচ হচ্ছেন শাস্ত্রী!
সব ঠিকঠাক থাকলে আগামিদিনে ভারতীয় দলের কোচ হিসেবে দেখা যেতে চলেছে রবি শাস্ত্রীকে৷ধোনি-বিরাটদের সঙ্গে দেড়টা বছর দুর্দান্ত পারফরম্যান্স দেওয়া প্রাক্তন টিম ইন্ডিয়ার ডিরেক্টরই সম্ভবত হতে চলেছেন ডানকান ফ্লেচারের উত্তরসূরী৷এমনটাই খবর বিসিসিআই-এর অন্দরমহলে৷
শুধু শাস্ত্রীই নন, ফিরতে চলেছে তাঁর সাপোর্টিং স্টাফরাও৷ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুন ও ফিল্ডিং কোচ আর শ্রীধর৷বোর্ডের এক আধিকারিক জানাচ্ছেন,‘‘আমাদের প্রাক্তন তিন কোচ (অরুণ,বাঙ্গার ও শ্রীধর) ও শাস্ত্রী পুণরায় ভারতীয় দলের সঙ্গে কাজ করার জন্য ইচ্ছাপ্রকাশ করেছে৷নতুন কোচের জন্য বিজ্ঞাপন দেওয়ার পরেই তাদের দরখাস্ত গ্রহণ করা হবে৷’’
নবনিযুক্ত বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরও শাস্ত্রী ও তাঁর সাপোর্টিং স্টাফেদের কাজে বেজায় খুশি৷সুতরাং শাস্ত্রীদের মাথার উপর ‘ঠাকুরের’ আশীর্বাদ রয়েছে একথা বলাই যায়৷ভারতীয় দলের হেড কোচ হওয়ার জন্য ঠিক কি যোগ্যতা দরকার? এই প্রশ্নের উত্তরে বোর্ডের আরেক আধিকারিক বলছেন,‘‘ লেভেল-থ্রি ডিগ্রির সঙ্গে সিনিয়র দলের কোচিং করানোর অভিজ্ঞতা থাকা প্রয়োজন৷অতীতে আন্তর্জাতিক দলের হয়ে কোচিং করানোর অভিজ্ঞতা থাকলে তাঁকেই অগ্রাধিকার দেওয়া হবে৷পাশাপাশি বায়োডেটায় দেশের জার্সিতে কমপক্ষে ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা থাকলে আরও ভালো৷’’
বোর্ডের আধিকারিকের কথা মেনে নিলে তাহলে শাস্ত্রী কিন্তু কোনওদিনই টিম ইন্ডিয়ার কোচ হতে পারবেন না৷কিন্তু প্রার্থীর যোগ্যাতার বাইরেও আরও একটা বিষয় কথা বলে যেটাকে বলা হয় সুপারিশ ও অতীত পারফরম্যান্সের গ্রাফ৷
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন