ধৈর্যের পরীক্ষায় পাস করলেন টাইগার নাসির

জাতীয় দলে উপেক্ষিত থাকায় এখন ফিনিশার খ্যাত অলরাউন্ডার নাসির হোসেনের জন্য সব’কটি ম্যাচই বিশেষ কিছু। কারণ জাতীয় দলের বাহিরে যারা ভালো করবেন তাদের দলে জায়গা থাকার দাবিটা জোরালো হবে। এমনটাই বিশ্বাস নাসিরেও। যদিও দেশের ঘরোয়া ক্রিকেটে বার বার অসাধারণ খেলে যাচ্ছেন এ অলরাউন্ডার। তারপরও জাতীয় দলের বাহিরে।
দলে উপেক্ষিত থেকে নাসির যতটা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন বর্তমানে কেউ এমন ধৈর্য ধরেন না। যেমনটি ধরেছেন নাসির হোসেন। সাদা পোশাকের ক্রিকেটে বলের সাথে রানের দূরত্ব তেমন একটা চোখে পড়ে না। কিন্তু গতকাল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম আসরের প্রথম দিনই কচ্ছপগতির ব্যাটিং দেখা গেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম রাউন্ডের প্রথম দিনটিট দারুণ ধীর গতিতে ব্যাট করে শেষ করল বিসিবি নর্থ জোন। প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৯৩ ওভারে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ ২১০ রান।
টস জিতে ব্যাটিংয়ে নামে নর্থ জোন। শুরুটা অবশ্য মোটেও ভালো ছিল না। দলের রান যখন ২, তখনই সাউথ জোনের পেসার জিয়াউর রহমানের বলে জুনায়েদ সিদ্দিকী (২) ক্যাচ তুলে দেন নাজমুল ইসলামের হাতে। অবশ্য দ্বিতীয় উইকেট জুটিতে জহুরুল ইসলাম ও ফরহাদ হোসেন দেখেশুনে খেলে যোগ করেন ৭২ রান। ১১৬ বলে ৪৩ রান করা ফরহাদ হোসেনের উইকেটটি নেন স্পিনার সোহাগ গাজী। এরপর আরেকটা মাঝারি জুটি গড়ে নর্থ জোন।
নাঈম ইসলামের সাথে অধিনায়ক জহুরুল ইসলাম অমি গড়েন ৭৬ রানের জুটি। দলের রান যখন ১৫০, তখনই অধিনায়ক আব্দুর রাজ্জাকের বলে মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক জহুরুল। অবশ্য অসীম ধৈর্য নিয়ে ২০৩ বলে তিনি করেছেন ৬৫ রান।
দিনের বাকি পথ পাড়ি দেন জাতীয় দল থেকে বাদ পড়া দুই ক্রিকেটার নাসির হোসেন ও নাঈম ইসলাম। ১৭৯ বল খেলে মাত্র ফিফটি পেরিয়েছেন নাঈম। সতর্কতার সাথে ৫৬ বল খেলেন নাসির। দলের বিপর্যয়ে আবারো ধৈর্যের সামর্থ্য দেখালেন তিনি । যেখানে রান বর বিষয় নয় মাঠে থাকাই বিষয়। যদিও জাতীয় দলের ক্রিকেটাররা এই জায়গায় ফেল!
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন