ধোঁয়াশা কাটল: দু’ঘণ্টা গাড়িতে একান্তে মজেছিল বিক্রম-সোনিকা

মডেল সোনিকা সিং চৌহানকে অনিচ্ছাকৃত খুনের ঘটনায় অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় দুর্ঘটনার দিন দু’ঘণ্টা কোথায় ছিলেন তা নিয়েই তৈরি হয়েছিল ধোঁয়াশা৷ তবে জেরায় তিনি জানিয়েন ওইদিন রাত একটা থেকে দুটো পর্যন্ত তিনি বাড়ির সামনেই ছিলেন৷ এই স্বীকারোক্তির পর আর তাঁকে নিজেদের হেফাতে রাখতে চাইছে না পুলিশ৷ আগামিকাল আলিপুর আদালতে তোলা হবে অভিনেতাকে৷ সেখানেই মামলা চলাকালীন জেল হেফাজতের জন্য আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে খবর৷
দীর্ঘ টালবাহানার পর অবশেষে মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে৷ তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ৷ তবে যেদিন রাতে দুর্ঘটনা ঘটে সেদিন রাত ১টা থেকে ৩টে পর্যন্ত বিক্রম ও সোনিকা কোথায় ছিলেন তা নিয়েই শুরু হয় জল্পনা৷ প্রথমে টালিগঞ্জ থানায় হাজিরা দিয়ে সঠিক তথ্য বিক্রম পুলিশকে জানায়নি বলে অভিযোগ৷ এরপর তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ৷
ম্যারাথন জেরায় বিক্রম স্বীকার করে নেন ওই দু’ঘণ্টা তিনি সোনিকার সঙ্গে নিজের বাড়ির সামনেই ছিলেন৷ যেহেতু দীর্ঘদিন কলকাতার বাইরে ছিলেন মডেল সোনিকা সিং, তাই একান্তে কিছুটা সময় কাটিয়েছিলেন তাঁরা৷ অভিনেতার এই স্বীকারোক্তির পর আর তাঁকে নতুন করে নিজেদের হেফাজতে রাখতে চাইছে না কলকাতা পুলিশ৷ আগামিকাল আলিপুর আদালতে ফের তোলা হবে অভিনেতাকে৷এবার সেখানে অভিনেতার জেল হেফাজতের জন্য আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে খবর৷
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন