ধোঁয়ার সঙ্গে অন্যের শরীরের জীবাণুও পায় অধূমপায়ীরা
শিশুর শ্বাসনালির রোগ থেকে শুরু করে অপুষ্টি, মানসিক রোগ এ সবকিছুর পেছনেই রয়েছে ধূমপায়ীর সিগারেটের ধোঁয়ার প্রভাব। শুধু তা-ই নয়, এসব অসুখের পাশাপাশি যে শিশুরা গর্ভাবস্থায় বা জন্মের পর প্রতিনিয়ত সিগারেটের ধোঁয়ার মধ্যে থাকে, সেসব শিশু রীতিমতো অন্যের সিগারেটের ধোঁয়ায় আসক্ত হয়ে পড়ে।
এ ছাড়া গর্ভবতী থাকাকালীন যদি মায়ের শরীরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সিগারেটের ধোঁয়া যায়, তাতে ভূমিষ্ঠ হওয়ার পর শিশুর শ্বাসতন্ত্রের অসুখ থেকে শুরু করে ক্যানসার হওয়ার আশঙ্কা বেড়ে যায়। সে সঙ্গে শিশুর প্রতিবন্ধী কিংবা অটিজমে আক্রান্ত হওয়ার সঙ্গে মায়ের গর্ভাবস্থায় সিগারেটের ধোঁয়ার একটি যোগসূত্র রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শুধু তা-ই নয়, এত দিনের প্রচলিত ধারণা ভেঙে দিয়ে চিকিৎসাবিজ্ঞানীরা যে নতুন তথ্য দিচ্ছেন তাতে দেখা যায়, ধূমপায়ীদের তুলনায় আশপাশে থাকা অধূমপায়ীদের ক্ষতি কোনো কোনো ক্ষেত্রে বেশি হয়। কেননা, তারা একদিকে যেমন আশপাশে থাকা ধূমপায়ীর সিগারেটের ধোঁয়া গ্রহণ করছে, অন্যদিকে ধূমপায়ীদের ধোঁয়ার সঙ্গে শরীর থেকে বেরিয়ে আসা নানা জীবাণু গ্রহণ করছে।
এ অবস্থা থেকে মুক্তির জন্য বিশ্লেষকরা জোর দিচ্ছেন ব্যাপক সচেতনতা এবং আইনের প্রয়োগের ওপর।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন
কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন
জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ
জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন