ধোনিই তাঁর দেখা সেরা অধিনায়ক, বলে দিলেন শাস্ত্রী
শুধু ধোনি প্রসঙ্গেই থেমে থাকেননি শাস্ত্রী। এই মুহূর্তে ভারতীয় দলের সেরা মুখ বিরাট কোহলির দুর্ধর্ষ ক্রিকেটে মুগ্ধ শাস্ত্রী। উঠেছে টি-টোয়েন্টি ফর্ম্যাটে রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিং প্রসঙ্গও।
তাঁর সাফল্যের ঝুলিতে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ৫০ ওভারের বিশ্বকাপ। গত সপ্তাহেই তাঁর ব্যাটের তাণ্ডবে এশিয়া কাপ জিতেছে ভারত। তার পরেও মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্ব নিয়ে কেন প্রশ্ন উঠছে, তা বোধগম্য হচ্ছে না রবি শাস্ত্রীর। বুধবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে ভারতের টিম ডিরেক্টর বলেছেন, ‘‘আমি বহুদিন আগেই বলে দিয়েছিলাম। আবারও বলছি, আমার দেখা এখনও পর্যন্ত সেরা ভারতীয় অধিনায়কের নাম ধোনি। কিন্তু বিশ্বাস করুন, এর পরেও বেশ কিছু মানুষ রয়েছেন, যাঁরা ধোনির অবসরের দাবি তুলে চলেছেন!’’ সেখানেই না থেমে রসিকতার সুরে শাস্ত্রী আরও বলেছেন, ‘‘হয়তো আরও কিছু ম্যাচ ও জিততে পারে। কিন্তু ধোনির এখন আর নতুনভাবে পাওয়ার কী রয়েছে! আসলে এমন দাবি আমাদের দেশেই সম্ভব। এমনিতে চ্যাম্পিয়ন ক্রিকেটার খুব কম পাওয়া যায়। আর সে কিছু করতে শুরু করলেই ধুয়ো ওঠে, অনেক হয়েছে। এবার সরো!’’
শুধু ধোনি প্রসঙ্গেই থেমে থাকেননি শাস্ত্রী। এই মুহূর্তে ভারতীয় দলের সেরা মুখ বিরাট কোহলির দুর্ধর্ষ ক্রিকেটে মুগ্ধ শাস্ত্রী। স্বীকার করেছেন, সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের সাফল্যের পিছনে রয়েছে কোহলির অসামান্য অবদান। তাঁর মন্তব্য, ‘‘বিরাটের শরীরীভাষা দেখলেই বোঝা যায় খেলাটার প্রতি ওর আবেগ কত তীব্র। ও বড় মঞ্চ ভালবাসে। বিশ্বের সেরা প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতেই বিরাট সবচেয়ে বেশি আনন্দ পায়।’’ এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের উদারহণ টেনে শাস্ত্রীয় বিশ্লেষণ, ‘‘সকলেই ভারত-পাক ম্যাচটা দেখেছেন। মহম্মদ আমিরের শুরুর ওই ভয়ঙ্কর স্পেলের সামনে দাঁড়িয়ে কোহলি যে স্টাইলে ব্যাটিং করেছিল, ওটা আমার কাছে অন্যতম সেরা বিশ্বমানের ইনিংস। মাঠে পা রাখলেই ও বড় রান করতে চায়।’’
উঠেছে টি-টোয়েন্টি ফর্ম্যাটে রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিং প্রসঙ্গও। শাস্ত্রীয় বিশ্লেষণ, ‘‘বিরাটের মতো রোহিতও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে। সাময়িক রানের খরা কাটিয়ে শিখরও ছন্দে ফিরেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওদের সেরা ফর্মে থাকাটা সমস্ত সময়েই দারুণ প্রাপ্তি।’’
বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে ভারত। শাস্ত্রী বলেছেন, ‘‘প্রত্যেকটি ম্যাচ জেতার সুন্দর একটা অভ্যাস রপ্ত করেছে এই দল। এটা এমনই এক অভিযান যেখানে চলার পথে হয়তো কখনও কঠিন কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে হতে পারে। কিন্তু আসল ব্যাপার হল, প্রত্যেকটি ম্যাচকেই সমান গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে ধারাবাহিকতা বজায় রাখা।’’ যোগ করেছেন, ‘‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে গেলে বিশেষ একজনের ওপর নির্ভর করলে চলবে না। ব্যক্তিগত দক্ষতার ওপর দাঁড়িয়েএই দল তৈরি হয়নি। এটা ভারতীয় ক্রিকেট দল। বিরাট যেমন দুর্দান্ত ক্রিকেট খেলছে, তেমনই রোহিত এবং শিখর নিজেদের দায়িত্ব সম্পর্কে অত্যন্ত সচেতন। যুবরাজ মাঝখানে আবার নিজের ছন্দ ফিরে পেয়েছে। নীচের দিকে ধোনি দারুণভাবে দায়িত্ব সামলাচ্ছে। যে কোনও বড় টুর্নামেন্ট জিততে হলে একজন ক্রিকেটারের ওপর নির্ভর করা চলে না। কমপক্ষে সাত-আটজন ক্রিকেটারকে দরকার, যারা ধারাবাহিকভাবে পারফর্ম করবে।’’
ভারতীয় দলের নতুন বোলিং ব্রিগেডের কার্যকারিতা নিয়ে শাস্ত্রী কৃতিত্ব দিয়েছেন ভরত অরুণ’কে। তিনি বলেছেন, ‘‘বিশ্বকাপের পর থেকে শামিকে আমরা আর সেভাবে পাইনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র তিন ওভারের মধ্যে অশ্বিনকে মাঠ ছাড়তে হয়েছিল। ভরত কিন্তু সেই জায়গা ভরাট করতে দারুণভাবে তৈরি করে দিয়েছে বুমরা এবং নেহরা’কে। পাশাপাশি হার্দিক পাণ্ড্যর মতো ক্রিকেটার চলে এসেছে। এই সাফল্যের জন্য ওকে তো পূর্ণ কৃতিত্ব দিতেই হবে।’’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন