ধোনির অজানা প্রেমকাহিনী
শুধু ক্রিকেট মাঠে সফল নয়, ব্যক্তিগত জীবনেও সুখী মহেন্দ্র সিং ধোনি। স্ত্রী সাক্ষী আর ছোট্ট মেয়ে জিভাকে নিয়ে ভারতের সফলতম অধিনায়কের সুখের সংসার। কিন্তু এই ধোনির জীবনেও একটি দুঃখজনক প্রেমকাহিনী আছে।
নীরাজ পান্ডের পরিচালনায় ধোনির বায়োপিক ‘এমএস ধোনি : দি আনটোল্ড স্টোরি’তে উঠে এসেছে ধোনির জীবনের সেই অজানা অধ্যায়। ধোনি তখন সদ্য বিশের কোঠায় পা দেওয়া তরতাজা তরুণ। সেই সময় প্রিয়াঙ্কা নামে একটি মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন ‘এমএসডি’। আজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার করেন দুজনে। কিন্তু এক মর্মান্তিক ঘটনা বিচ্ছিন্ন করেছিল তাঁদের।
ধোনি তখনো জাতীয় দলে সুযোগ পাননি। ২০০৩ সালে ভারতের ‘এ’ দলের হয়ে তিনি খেলতে গিয়েছিলেন কেনিয়া ও জিম্বাবুয়েতে। আফ্রিকার দেশ দুটিতে রানের বন্যা ছুটিয়ে ছয় ইনিংসে ৩৬২ রান করেছিলেন। এমন চমৎকার পারফরম্যান্স জাতীয় দলে খেলার স্বপ্ন দেখাচ্ছিল তাঁকে।
কিন্তু ধোনি ভাবতেই পারেননি, কী ভয়ঙ্কর দুঃসংবাদ অপেক্ষা করছে তাঁর জন্য। দেশে ফিরেই তিনি শুনতে পেয়েছিলেন সড়ক দুর্ঘটনায় প্রিয়াঙ্কার মৃত্যুসংবাদ। খবরটা শুনে হতাশায় ভেঙে পড়েছিলেন তিনি। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন। হয়তো মাঠে আর কোনোদিনই ফিরতেন না। কিন্তু প্রেমিকার কথা ভেবেই আবার হাতে ব্যাট আর গ্লাভস তুলে নিয়েছিলেন ধোনি। ধোনিকে ভারতের জাতীয় দলে দেখার স্বপ্ন দেখতেন প্রিয়াঙ্কা। প্রয়াত প্রেমিকা দেখে যেতে পারেননি ঠিকই, কিন্তু তিনি অক্লান্ত পরিশ্রম করে আজ জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়।
ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়কের জীবনের এই করুণ অধ্যায়ের কথা এতদিন অজানাই ছিল। ঘটনাটা ‘এমএস ধোনি : দি আনটোল্ড স্টোরি’ ছবিতে দেখানোর অনুমতি চেয়েছিলেন নীরাজ পান্ডে। ধোনি অনুমতি দিয়েছেন। আর তাই ঘটনাটা দেখা যাবে ছবিতে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন