রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধোনির আক্ষেপের নাম ‘বাংলাদেশ’ !

অধিনায়ক ধোনি টেস্ট খেলুড়ে আট প্রতিপক্ষের সঙ্গেই ওয়ানডে সিরিজ জিতেছেন। কেবল একটা দলের বিপক্ষেই সিরিজ জেতা হয়নি, সেই দলটার নাম বাংলাদেশ। গত বিশ্বকাপের পর সেই মিশন নিয়ে বাংলাদেশে এসে ধোনি মুস্তাফিজ-ধাক্কায় সিরিজ হেরে গেছেন ২-১-এ।

২০০৭ সালে অধিনায়কত্ব নিয়েই ভারতকে জিতিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বছরই শুরুর দিকে আসল বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে বিদায় নেওয়া ভারতের ক্ষতে অনেকটাই প্রলেপ দিতে পেরেছিলেন ধোনি। এরপর থেকেই অধিনায়ক ধোনির জয়জয়কার। ভারতকে কী জেতাননি! ১৯৮৩-র পর ২০১১ সালে আবারও এনে দিয়েছেন ওয়ানডে বিশ্বকাপের ট্রফিও।

অধিনায়ক ধোনির অর্জনের পাল্লা যত ভারীই হোক, কিছু কিছু অপূর্ণতা তো ছিলই। এরই একটা বিদেশের মাটিতে কোনো দলকে ধবলধোলাই করা। অবশেষে অধিনায়ক ধোনি সেই কীর্তিটাও পূরণ করে ফেললেন। এটাই বিদেশের মাটিতে ধোনির নেতৃত্বে ভারতের কোনো প্রথম হোয়াইটওয়াশ।

সিরিজে এক ম্যাচেও ব্যাট করেননি ধোনি। ২৭৮ ম্যাচে ক্যারিয়ারে ধোনির জন্য যা অভূতপূর্ব অভিজ্ঞতাও। এই সিরিজে ধোনি ও ধোনির ভারত আরও কিছু অর্জন যোগ করেছে রেকর্ড ও পরিসংখ্যানের পাতায়।

পুরো সিরিজে ভারত মাত্র তিনটি উইকেট হারিয়েছে। কোনো সিরিজ জয়ী দলের এটাই সবচেয়ে কম উইকেট হারানোর নজির। এই সিরিজেই অভিষেকে সেঞ্চুরির রেকর্ড লোকেশ রাহুলের।
বোলাররাও এই সিরিজে দারুণ করেছে। জসপ্রীত বুমরা ওয়ানডে অভিষেকের পর ৪ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন । বুমরাই প্রথম ৪ ম্যাচে ১১ উইকেট নেওয়া প্রথম ভারতীয়। এর আগে ১০ উইকেট নেওয়ার কীর্তি ছিলেন রুদ্রপ্রতাপ সিংয়ের।

এর আগেও জিম্বাবুয়ে সফরে আগ্রহী ছিলেন না। মহেন্দ্র সিং ধোনির বদলে অধিনায়ক করে পাঠানো হয়েছিল সুরেশ রায়নাকে। তবে এবার একগাদা তারকা খেলোয়াড় বিশ্রাম নিলেও ধোনি খুব আগ্রহ নিয়েই জিম্বাবুয়ে এসেছেন। এমনিতে ভারত সামনে খুব বেশি রঙিন পোশাকের ম্যাচ খেলবে না। ধোনি নিজে যেমন চার মাসের লম্বা ছুটি পাবেন এই সফরের পর। এটা একটা কারণ তো বটেই, জিম্বাবুয়ে সফরে ধোনির আগ্রহের জায়গা ছিল আরও একটি। নিজের অধিনায়কত্বের রেকর্ডের মুকুটে কিছু পালক যোগ করা যে বাকি ছিল!

ওয়ানডে ইতিহাসে একমাত্র রিকি পন্টিংয়েরই আছে অধিনায়ক হিসেবে ৯ প্রতিপক্ষের সব কটির বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি।

এত এত ব্যক্তিগত ও দলীয় অর্জনের সিরিজে ধোনিকে একটা তথ্যও মনে করিয়ে দেওয়া যায়। বাংলাদেশের বিপক্ষে কোন সিরিজ জেতা হয়নি তার । এই বাংলাদেশ-আক্ষেপ নিয়েই কি ক্যারিয়ার শেষ করতে হবে ধোনিকে ?? প্রশ্নটা থেকেই যায় !

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির