ধোনির জায়গায় অধিনায়কত্ব পাচ্ছেন আজিঙ্কা রাহানে!
ভারতীয় ক্রিকেট দলে এটা মোটেই কোন নতুন ‘সিস্টেম’ নয়। বরাবরই এই জিম্বাবুয়ে সিরিজটাকে ‘পরীক্ষাগার’ হিসেবে ব্যবহার করে আসে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এবারও এর ব্যাতিক্রম হচ্ছে না।
আগামী ১১ থেকে ২০ জুন – সংক্ষিপ্ত জিম্বাবুয়ে সফরে এবারও দলে বড় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচক কমিটি। এই সিরিজে যে বিরাট কোহলি ও রোহিত শর্মা বিশ্রাম পাবেন সেটা আগেই জানা ছিল। এবার শোনা গেল, সন্দ্বীপ পাতিলের নির্বাচক কমিটি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও বিশ্রামে রাখতে পারেন, তবে সেই সিদ্ধান্তটা নিতে হবে ধোনিকেই।
জানা গেছে, আফ্রিকার এই ‘পুঁচকে’ দেশের বিপক্ষে দলগঠনের জন্য এরই মধ্যে কয়েকদফা বৈঠক করেছেন পাঁচ নির্বাচক। আর সেখানকার নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে ধোনির বাদ পড়া একরকম নিশ্চিত। তার জায়গায় নেতার পদে দেখা যাবে আজিঙ্কা রাহানেকে, এর আগে গত বছর এই রাহানেই জিম্বাবুয়ের মাটিতে ভারতের অধিরাযকত্ব করেছিলেন।
বিসিসিআইয়ের এক ঘনিষ্ট সূত্র ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, ধোনির জন্য একটু আলাদা করেই ভাবছে সংস্থাটি। আগামী্ বছরের মার্চ অবধি ভারত খেলবে কেবল ১৭ টেস্ট। ফলে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামে থাকলে বড় একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকতে হবে ধোনিকে।
বোর্ডের একটি সূত্র পিটিআইকে বলেছে, ‘বোর্ড দলের সিনিয়রদের সাথে আলাপ করছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ানরা বিশ্রাম পাবেন। কয়েকজন সিনিয়র নিজে থেকেই বলেছেন যে, তাদের বিশ্রাম প্রয়োজন নেই। তবে, ধোনির ক্ষেত্রে একটু আলাদা করে ভাবছে বোর্ড, যদিও তিনি এখন আর টেস্ট খেলেন না। আমরা সিদ্ধান্তটা ধোনির উপর ছেড়ে দিয়েছি। এই সিরিজটা না খেললে আগামী মার্চ অবধি ও আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকবে। আর ও না থাকলে সিরিজে নেতৃত্ব পাবে আজিঙ্কা রাহানে।’
জিম্বাবুয়ে সিরিজে বেশ কয়েকজন নবীন ও পুরনো ক্রিকেটারকে দেখে নিতে চায় বোর্ড। জানা গেছে এই সিরিজে লেগ স্পিনার মুরুগান অশ্বিন, অল রাউন্ডার ক্রুনাল পান্ডেকে দেখা যেতে পারে। আবার অমিত মিশ্র, পিযুষ চাওলা, ইউসুফ পাঠান, গৌতম গম্ভীরের মত পুরনোরা সুযোগ পেতে পারেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন