ধোনির পাশে দাঁড়ালেন আফ্রিদি
সদ্য সমাপ্ত সফরে বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে দলের হারের পর ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে অনেক সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। তবে ভারতীয় ওয়ানডে অধিনায়ককে যেভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে তাতে মোটেই খুশি নন পাকিস্তান টি-২০ অধিনায়ক শহিদ আফ্রিদি।
আফ্রিদি এটাকে ‘উপমহাদেশীয় ধারা’ হিসেবে অভিহিত করেন যেখানে বাজেভাবে একটা সিরিজ হারলেই ক্রিকেট হিরোদের মুণ্ডুপাত শুরু হয়ে যায়।
ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) আফ্রিদি বলেন, ‘বাংলাদেশে সিরিজ হারার পর ধোনির সঙ্গে যেভাবে ব্যবহার করা হচ্ছে তা সত্যিই আমাকে কষ্ট দিচ্ছে। আমি মনে করছি এটা পুরোপুরি উপমহাদেশীয় ধারা। যেখানে বাজেভাবে একটা পরাজয়ের পর আমাদের বীরদের অযাচিত সমালোচনা করা হয়ে থাকে। একই সময়ে সঠিক চিত্র তুলে না ধরার জন্য গণমাধ্যমও দায়ী।’
তিনি বলেন, একইভাবে নিজ দেশেও বছরের পর বছর সমালোচনা সহ্য করতে হওয়ায় ধোনির কষ্টটা ভাল অনুধাবন করতে পারছেন আফ্রিদি।
আফ্রিদি বলেন, ‘আমি বলছি না, একজন খেলোয়াড় অথবা অধিনায়ককে বর্তমান পারফরমেন্স পর্যালোচনা করে সমালোচনা করা উচিত নয়। আপনি তার সমালোচনা করুন। কিন্তু অনুগ্রহ করে তার ইহিতাসকে ভুলবেন না। আপনি যখন ধোনির সমালোচনা করবেন, যে কোন উপসংহারে আসার আগে তার রেকর্ডের দিকে চোখ ফেরান। বেশ কয়েক বছর যাবতই তিনি ভারতের অসাধারণ একজন খেলোয়াড়। তার রেকর্ডই এর স্বপক্ষে কথা বলবে।’
তারকা এ অলরাউন্ডার ভবিষ্যতের জন্য একটি ভাল ভারতীয় দল গড়ার জন্যও ধোনিকে কৃতিত্ব দেন।
তিনি বলেন, ‘ভবিষ্যতের জন্য খুবই ভাল একটি দল তৈরি করেছেন ধোনি যে দলটির ব্যাটিং লাইনআপে রয়েছে অনেক মানসম্মত ও মেধাবী খেলোয়াড়।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন