ধোনির বায়োপিক ছবি মুক্তি পাবে ৬০টি দেশে
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে নির্মিত বায়োপিক ছবি ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ একযোগে মুক্তি পেতে যাচ্ছে ৬০টি দেশে। এনডিটিভি জানিয়েছে, সাড়ে চার হাজার প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে যাচ্ছে ছবিটি। ছবির নির্মাতারা এরই মধ্যে নিশ্চিত করেছেন এই খবর।
‘ফক্স স্টার স্টুডিওস’র প্রধান নির্বাহী কর্মকর্তা বিজয় সিং বিবৃতিতে জানান, এই ছবি কেবল ভারত নয়, বরং আন্তর্জাতিকভাবেও জমজমাট এবং বিশাল এক রিলিজ হতে যাচ্ছে। তামিল ও তেলেগু ভাষায় ডাবিং করেও ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। তবে হাতে সময় কম থাকায় পাঞ্জাবি ও মারাঠি ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা এখনই সম্ভব হচ্ছে না।
ছবির প্রযোজক অরুণ পাণ্ডে ছবির এমন চাহিদায় স্বাভাবিকভাবেই উৎফুল্ল। তিনি বলেন, ‘ভারতীয় ছবির আন্তর্জাতিক অঙ্গনে এমন বিশাল রিলিজ খুবই আনন্দের বিষয়। আমরা মারাঠি আর পাঞ্জাবি ভাষায়ও ছবিটি মুক্তি দিতে চাই। তবে আমাদের হাতে সময় খুবই কম, সে কারণে আমরা এ দুটো সংস্করণ এখনই মুক্তি দিতে পারছি না।’
রেলের টিকেট কালেক্টর থেকে ক্রিকেটার হিসেবে উত্থান, পেশাদার ক্যারিয়ার ছাড়াও ধোনির ব্যক্তিগত জীবনের অজানা অধ্যায় উঠে আসবে এই ছবিতে। ধোনিকে নিয়ে এই ছবি নির্মাণ করছেন নিরাজ পাণ্ডে। গত বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা মুক্তি পাচ্ছে চলতি মাসের ৩০ তারিখে। মহেন্দ্র সিং ধোনির চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত এবং তাঁর বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন