ধোনির সবচেয়ে বড় সমালোচকের ডিগবাজি। জেনে নিন আসল কাহিনি
আইপিএল টুর্নামেন্ট যত এগোচ্ছে ততই মহেন্দ্র সিংহ ধোনির খেলা খুলছে। মুম্বইকে হারিয়ে আইপিএল-এর ফাইনালে পৌঁছনোর পরে ধোনির সমালোচকের ভোল বদলে গেল।
মহেন্দ্র সিংহ ধোনির সবচেয়ে বড় সমালোচক তিনি। আর তাঁরই কিনা ভোলবদল। তিনি রাইজিং পুণে সুপারজায়ান্ট সঞ্জীব গোয়েঙ্কার ভাই হর্ষ গোয়েঙ্কা। মঙ্গলবার আইপিএল-এর প্রথম কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে পুণে। আর তার পরেই ডিগবাজি খেলেন হর্ষ। মাহির সমালোচনার পরিবর্তে তাঁর প্রসংশায় পঞ্চমুখ হর্ষ।
টুর্নামেন্টের শুরুতে এই হর্ষরই অন্য ছবি দেখেছিলেন সবাই। ধোনিকে দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে টুইট করেছিলেন তিনি। হর্ষের টুইটের নিন্দা করেছিলেন ধোনি-ভক্তরা। ভারতের অন্যতম সেরা অধিনায়ক সম্পর্কে এ ধরনের মন্তব্য করায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। শেষমেশ ওই টুইট ডিলিট করতে বাধ্য হন হর্ষ। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্স-এর বিরুদ্ধে ধোনির মারমুখী ইনিংসের সৌজন্যে লড়াই করার মতো স্কোর খাড়া করে পুণে। শেষ দুই ওভারে ধোনি ও মনোজ তিওয়ারি ৪১ রান তোলেন। ধোনি ন’টি বলের মধ্যে চারটি ছক্কা হাঁকান। ২৬ বলে ৪০ রান করেন মাহি। মেরেছেন পাঁচটি ছক্কা।খেলার শেষে হর্ষের টুইট, ‘ধোনির বিস্ফোরক ইনিংস, ওয়াশিংটন সুন্দরের চাতুর্যপূর্ণ বোলিং ও স্মিথের অসাধারণ অধিনায়কত্বের হাত ধরে আইপিএলের ফাইনালে পৌঁছল পুণে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন