ধোনির হেলিকপ্টার শট দেখতে চান? তাহলে অবশ্যই আসতে হবে শহরের এই জায়গায়

খুব শীঘ্রই ইডেনে খেলতে আসছেন ধোনি। তবে জাতীয় দলের হয়ে নয়। রাজ্য ঝাড়খণ্ড দলকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে তাঁকে। ফেব্রুয়ারির ২৫ তারিখ থেকেই ইডেনে শুরু হয়ে যাচ্ছে বিজয় হাজারে ট্রফি।
বিরাট কোহলির হাতে টেস্টের নেতৃত্ব ভার আগেই সঁপেছিলেন। কয়েকদিন আগে সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন। তবে ঝাড়খণ্ডের হয়ে নেতৃত্ব দিতেই দেখা যাবে তাঁকে।
আসলে বিরাট কোহলিরা যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলবেন, সেই সময়েই ক্যাপ্টেন কুল নিজেকে প্রস্তুত করছেন জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য।
এখনও সরকারিভাবে ধোনি একথা না জানালেও, জানা গিয়েছে, ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার হয়ে বিজয় হাজারেতে নামার প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং ধোনি।
চলতি মরশুমের বেশিরভাগটাই ঝাড়খণ্ডের হয়ে অধিনায়কত্ব করছেন সৌরভ তিওয়ারি। গত মরশুমে বরুণ অ্যারনের নেতৃত্বে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ঝাড়খণ্ড।
বিজয় হাজারের গ্রুপ-ডি’তে ফেব্রুয়ারির ২৫ তারিখে প্রথম ম্যাচেই ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলবে কর্ণাটক। এরপর ঝাড়খণ্ড যথাক্রমে খেলবে ছত্রিশগড়, সার্ভিসেস, সৌরাষ্ট্র, হায়দরাবাদ ও জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। চলতি মরশুম এমনিতেই ঝাড়খণ্ড ক্রিকেটের কাছে স্মরণীয় হয়ে থাকবে। রঞ্জির ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে উঠেছে ঝাড়খণ্ড।-এবেলা
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন