‘ধোনি বোলারদের ঠিকমতো ব্যবহার করতে পারেনি’
ডি ভিলিয়ার্স, ডু প্লেসিরা যখন আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন তখন অধিনায়ক ধোনির উচিত ছিল বুদ্ধি করে বোলিং পরিবর্তন করা। বোলার ঠিক মতো ব্যবহার করতে পারলে দক্ষিণ ভারতের বিরুদ্ধে বিশাল স্কোর খাড়া করতে পারত না বলে মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল মনোহর গাভাসকর।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে বিশাল ব্যবধানে হারের পরে ভারত অধিনায়কের কড়া সমালোচনা করলেন গাভাসকর।
তিনি বলেন, ঠিক মতো বোলিং পরিবর্তন করতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। যদিও ওর কাছে খুব বেশি বিকল্প রাস্তাও ছিল না।
একইসঙ্গে তিনি বলেন, আগে দেখেছি বেশ আইডিয়া নিয়ে তিনি বোলিং পরিবর্তন করলেন। এদিন অবশ্য কোনও বোলারই কাজে আসেনি।ভারতের বোলিং নিয়ে উদ্বিগ্ন গাভাসকর। তিনি বলেন, বোলিং ভারতের সবথেকে ভয়ের কারণ। টি-২০ ও একদিনের সিরিজে ভারতীয় বোলারদের খুব সাধারণ মানের লেগেছে। ফাস্ট বোলাররা ক্রমাগত শট পিচড বল করে দিয়েছে৷ ভারতের বোলিংয়ে উন্নতি করতেই হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন