‘ধোনি বোলারদের ঠিকমতো ব্যবহার করতে পারেনি’
ডি ভিলিয়ার্স, ডু প্লেসিরা যখন আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন তখন অধিনায়ক ধোনির উচিত ছিল বুদ্ধি করে বোলিং পরিবর্তন করা। বোলার ঠিক মতো ব্যবহার করতে পারলে দক্ষিণ ভারতের বিরুদ্ধে বিশাল স্কোর খাড়া করতে পারত না বলে মনে করছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল মনোহর গাভাসকর।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে বিশাল ব্যবধানে হারের পরে ভারত অধিনায়কের কড়া সমালোচনা করলেন গাভাসকর।
তিনি বলেন, ঠিক মতো বোলিং পরিবর্তন করতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। যদিও ওর কাছে খুব বেশি বিকল্প রাস্তাও ছিল না।
একইসঙ্গে তিনি বলেন, আগে দেখেছি বেশ আইডিয়া নিয়ে তিনি বোলিং পরিবর্তন করলেন। এদিন অবশ্য কোনও বোলারই কাজে আসেনি।ভারতের বোলিং নিয়ে উদ্বিগ্ন গাভাসকর। তিনি বলেন, বোলিং ভারতের সবথেকে ভয়ের কারণ। টি-২০ ও একদিনের সিরিজে ভারতীয় বোলারদের খুব সাধারণ মানের লেগেছে। ফাস্ট বোলাররা ক্রমাগত শট পিচড বল করে দিয়েছে৷ ভারতের বোলিংয়ে উন্নতি করতেই হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন